পিআর পদ্ধতিতে হবে এমপি বানিজ্য, ঝুলন্ত সংসদ তৈরি হবে- খাইরুল কবির খোকন
নাজমুল হাসান ( নরসিংদী),
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, দেশে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন হলে আগের চেয়ে আরও অনিয়ম হবে এবং এমপি বাণিজ্যের সংস্কৃতি তৈরি হবে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদী জেলা বিএনপি আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
খায়রুল কবির খোকন বলেন, “দেশের ১ শতাংশ মানুষও পিআর পদ্ধতি বোঝে না। জনগণ সবসময় মার্কা আর দল দেখে ভোট দেয়। কিন্তু পিআর ব্যবস্থায় যারা জনগণের পাশে দাঁড়িয়ে দীর্ঘদিন কাজ করেছে, তাদের সুযোগ হবে না। বরং আরও স্বৈরাচারী ব্যবস্থা কায়েম হবে। এখন হয় মনোনয়ন বাণিজ্য, পিআরে হবে এমপি বাণিজ্য। এতে ঝুলন্ত পার্লামেন্ট তৈরি হবে।”
তিনি আরও বলেন, “পিআর পদ্ধতিতে ভোট হলে জনগণ ভোট দিতে আগ্রহী হবে না। শুধু দল নয়, প্রার্থীও বড় ফ্যাক্টর। যদি নির্বাচন নিয়ে অনৈক্য তৈরি হয়, তবে ফ্যাসিস্টরা আবারও ফিরে আসবে। যাদের দাফন-কাফন শেষ হয়ে গেছে, তাদের রাজনীতিতে জায়গা করে দেওয়া হচ্ছে। জনগণ এসব অন্যায় ক্ষমা করবে না।”
সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরদার শাখাওয়াত হোসেন বকুল, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, এম. এ জলিল এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহসীন হোসাইন বিদ্যুৎ প্রমুখ।