August 30, 2025, 6:19 pm

পলাশে বিধবা নারীর বাড়ি জবরদখলের অভিযোগ, স্বর্ণ-নগদ লুটপাটও দাবি

নাজমুল হাসান ( নরসিংদী)

পলাশে বিধবা নারীর বাড়ি জবরদখলের অভিযোগ, স্বর্ণ-নগদ লুটপাটও দাবি

 

নাজমুল হাসান ( নরসিংদী)

নরসিংদীর পলাশে এক বিধবা নারীর বাড়ি জোরপূর্বক দখল করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, ওই নারীকে মারধর করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে বলেও জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগী আদালতে মামলা করলে সেটি তদন্তের জন্য পলাশ থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।

 

ঘটনাটি ঘটেছে সম্প্রতি পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বালুচর পাড়া গ্রামে। ভুক্তভোগী বিধবা নারী রাবেয়া বেগম অভিযোগ করেন, স্বামী সিরাজ হাজীর মৃত্যুর পর তার তালাকপ্রাপ্ত স্ত্রী তাসলিমা বেগম স্থানীয় দালাল চক্রের সহযোগিতায় তিনতলা ভবনের নিচতলা জবরদখল করে।

 

অভিযোগে বলা হয়, তাসলিমার ভাই বিল্লাল হোসেন ও কুখ্যাত দালাল কামরুল ইসলামের নেতৃত্বে চক্রটি প্রথমে ভাড়াটিয়াদের দা-চুরি দেখিয়ে উচ্ছেদ করে। পরে আলমারির তালা ভেঙে প্রায় ১ ভরি স্বর্ণালংকার (মূল্য ১ লাখ ৪৫ হাজার টাকা) ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নেয়।

রাবেয়া বেগম বলেন, “আমাকে শ্লীলতাহানি ও হত্যার হুমকি দিয়েছে। ২০ লাখ টাকা না দিলে বাড়ি থেকে বের করে দেবে বলে ভয় দেখাচ্ছে। আমি এখন জীবননাশের ভয়ে দিন কাটাচ্ছি।”

স্থানীয়রা জানান, দালাল কামরুল দীর্ঘদিন ধরে ভূমি দখল, জাল কাগজপত্র তৈরি, মিথ্যা মামলা সাজানোসহ নানা অপকর্মে জড়িত। প্রভাব খাটিয়ে তিনি বারবার আইনের হাত থেকে রক্ষা পান।

এ বিষয়ে পলাশ থানার ওসি মনির হোসেন জানান, “মামলাটি তদন্তাধীন আছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন