August 30, 2025, 6:15 pm

ঘোড়াঘাটে বরকে পাশের ঘরে রেখে নববধূর গলায় ফাঁস

জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

ঘোড়াঘাটে বরকে পাশের ঘরে রেখে নববধূর গলায় ফাঁস

 

জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে রহস্যজনক কারণে নানার বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন সুমনা আক্তার (১৯) নামের এক নববধূ। মঙ্গলবার (২৬ আগস্ট) মধ্যরাতে উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সুমনা আক্তার একই উপজেলার চাটশাল সোনারপাড়া গ্রামের সুলতান মিয়ার মেয়ে। ছোটবেলা থেকেই সে তার নানার বাড়িতে বসবাস করে আসছিলেন।

 

১৮ আগস্ট সুমনার সঙ্গে পার্শ্ববর্তী চৌরিয়া গ্রামের আব্দুস সোবহানের বিয়ে হয়। জামাই আব্দুস সোবহান পেশায় একজন কৃষক। বিয়ের পর স্বামীর বাড়িতেই ছিলেন সুমনা। বিয়ের ৯ দিন পর মঙ্গলবার নানার বাড়িতে স্বামীকে নিয়ে বেড়াতে আসেন সুমনা। রাতে যখন সবাই টিভি দেখছিলেন, তখন সুমনা সকলের অজান্তে পাশের ঘরের ঘরের আড়ার সঙ্গে গলায় ওরনা পেঁচিয়ে আত্মহত্যা করেন।

পরে বাড়ির লোকজন তাকে গলায় ওরনা পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে সুমনার মরদেহ উদ্ধার করে।

 

ঘোড়াঘাট থানার অফিসার ইনজার্চ (ওসি) নাজমুল হক জানান, সুমনার বাবা-মা দুজনে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। তাই ছোটবেলা থেকেই সে তার নানা-নানীর কাছে থাকতেন।

 

ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলার হয়েছে। মৃত্যুর কারণ উৎঘাটনে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন