রাজশাহীতে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের মল্লিকপুর গ্রামে সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) শিক্ষা সহায়তা ও মেধাবৃত্তি কর্মসূচির আওতায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় ১০০ জন শিক্ষার্থীকে খাতা ও কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লফস-এর নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীন। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হয়ে নিজেদের প্রতিষ্ঠিত হওয়ার পরামর্শ দেন। এছাড়া মোবাইল ফোনে অতিরিক্ত সময় না ব্যয় করার এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন থাকার পরামর্শও দেন।
এসময় লফস-এর প্রোগ্রাম ম্যানেজার মো. সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, মুক্তা সরকার, প্রোগ্রাম সহকারী ফাহমিদা আহমেদ স্মৃতি এবং শিক্ষিকা সূপর্ণা ভদ্র সহ এলাকার অনেকে
উপস্থিত ছিলেন।