September 5, 2025, 4:34 pm

গোয়াল ঘরে লুকানো ছিল দেড় কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি!

Reporter Name

গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি বাড়ির গোয়ালঘরে লুকিয়ে রাখা দেড় কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে (র‌্যাব)-১৩। এ সময় তিন চোরাকারবারিকেও গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানায়।

এতে উল্লেখ করা হয়, বুধবার (০৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি গ্রামে মিজানুর রহমান সুজা নামের এক চোরা কারবারির বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ির পূর্বদিকে টিনশেড মাটির তৈরি গোয়াল ঘরের ভেতরে লুকিয়ে রাখা ৩৭ কেজি ওজনের একটি মা ও শিশু প্রতিকৃতির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। এই মূর্তির আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।

অভিযানে তিন চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়ারা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি গ্রামের মিজানুর রহমান সুজা (৩৫), একই গ্রামের গোলাম ফিরোজ লিটন (৩০) এবং নীলফামারীর সৈয়দপুর উপজেলার শিবু সরকার (৩০)।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন