কুষ্টিয়ার মিরপুর উপজেলার একটি মন্দিরে প্রতিমা ভাঙচুর করা হয়েছে। এসময় মন্দিরে থাকা কার্তিক ও সরস্বতী প্রতিমার মাথা ও হাত ভাঙচুর করা হয়।
গতকাল রোববার রাত সোয়া ৮টার দিকে উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ পালপাড়া কালী মন্দিরে এ ঘটনা ঘটে। ঘটনার পর জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুদীপ্ত সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মন্দির কমিটির সভাপতি অমরেশ ঘোষ বলেন, ‘মন্দিরে কার্তিক ও সরস্বতী প্রতিমার মাথা ও হাত ভাঙচুর করা হয়েছে। ভাঙচুরের সময় আমাদের এলাকায় বিদ্যুৎ ছিল না। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল। এই সুযোগে কে বা কারা ঘটনা ঘটিয়েছে।’
অমরেশ ঘোষ বলেন, ‘মন্দিরটি টিনশেডে ঘেরা। রাতে প্রতিনিয়ত মন্দির পাহারা দেওয়া হয়। লোডশেডিংয়ের সময় মন্দিরে গিয়ে দেখতে পাই, প্রতিমা ভাঙচুর করা হয়েছে। সামনে দুর্গাপূজা, আজ (সোমবার) থেকে রং করার কথা ছিল। কালই (রোববার) মাটির কাজ শেষ হয়েছে।’
কুষ্টিয়া মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে তথ্য নিয়েছি। এই ঘটনায় দায়ীদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।