নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শরীর মালিশ করতে অস্বীকৃতি জানানোয় এক শিশু শিক্ষার্থীকে এলোপাতাড়ি বেত্রাঘাতের অভিযোগ উঠেছে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটে গত শুক্রবার রাতে সোনারগাঁ উপজেলার ষোলপাড়া গ্রামের দাওয়াতুল কোরআন হাজী গিয়াসউদ্দিন প্রধান মাদ্রাসা ও এতিমখানায়। অভিযুক্ত শিক্ষক মনির হোসেন ঘটনার পর থেকে পলাতক।
ভুক্তভোগী শিশু ইমরান হোসেন (১০) ওই মাদ্রাসার নাজেরা শাখার আবাসিক ছাত্র। ইমরানের মা মোসলিমা বেগম জানান, শুক্রবার রাত ৯টার দিকে শিক্ষক মনির হোসেন তার ছেলেকে শরীর মালিশ করার জন্য ডাকেন। ইমরান অসুস্থতার কথা বলে রাজি না হলে ক্ষিপ্ত হয়ে শিক্ষক বেত ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।
এ ঘটনার পর ইমরানকে তিন দিন মাদ্রাসায় আটকে রাখা হয়। সোমবার সকালে মাদ্রাসায় গিয়ে অসুস্থ অবস্থায় ছেলেকে দেখতে পান মোসলিমা বেগম। পরে তাকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মাদ্রাসার অধ্যক্ষ ইউনুস আলী বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমি মাদ্রাসায় উপস্থিত ছিলাম না।”
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, শিশুকে নির্যাতনের ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।