সারাদেশে প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে যখন আনন্দের বন্যা বইছে, তখন সম্পূর্ণ বিপরীত চিত্র রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের বনগ্রাম আতারুন্নেছা বালিকা বিদ্যালয়ে।
এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও পাস করেছে মাত্র একজন। এই হতাশাজনক ফলাফলে বিদ্যালয় কর্তৃপক্ষ, অভিভাবক এবং স্থানীয় শিক্ষা মহলে ব্যাপক চাঞ্চল্য ও হতাশা সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে সারাদেশে একযোগে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে বনগ্রাম আতারুন্নেছা বালিকা বিদ্যালয়ের পাসের হার দাঁড়িয়েছে মাত্র ০৯.০৯ শতাংশ। প্রতিষ্ঠানটির এমন ফলাফলে হতবাক হয়েছেন সবাই।
জানা গেছে, বিদ্যালয়টি থেকে এ বছর একমাত্র মানবিক বিভাগ থেকে মোট ১২ জন ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। কিন্তু ফল প্রকাশের পর দেখা যায়, তাদের মধ্যে ১১ জনই অকৃতকার্য হয়েছে। একমাত্র উত্তীর্ণ শিক্ষার্থীর খবরেও তাই আনন্দের চেয়ে বিষাদের ছায়াই বেশি পরিলক্ষিত হচ্ছে।