November 14, 2025, 11:04 am
শিরোনামঃ
ভাইরাল প্রতিবেদনের পর সাড়া: নাজনীনকে চিকিৎসার দায়িত্বে তারেক রহমান জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসক সংকট বৈশ্বিক জলবায়ু আন্দোলনের অংশ হিসেবে বেতাগীতে গ্রিন পিসের মানববন্ধন ও সমাবেশ কুড়িগ্রামে মালিকানা জমি খাস-খতিয়ানে রেকর্ড করে ইজারাদার দিয়ে মাছ চাষ করার প্রতিবাদে মানববন্ধন রাজবাড়ীতে মানবিক সংগঠনের উদ্যোগে কম্বল, হুইল চেয়ার, গবাদিপশু বিতরণ ও সোলার লাইট স্থাপন কুড়িগ্রাম-৪ আসন: বিএনপির মনোনয়নের দাবিতে বঞ্চিত প্রার্থী মমতাজের কর্মী-সমর্থকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পুরান ঢাকায় জবি ছাত্রদলের  আহবায়ক সদস্য খুন তরুণদের কণ্ঠে জলবায়ু বার্তা: ‘ভয়েস অফ ক্লাইমেট’ ফ্ল্যাশমবে স্থানীয় দাবি বিশ্ব মঞ্চে কুড়িগ্রামে বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইদহে জামায়াত নেতা আশরাফুল ইসলামের ইন্তেকাল — জেলা জামায়াতের শোক প্রকাশ

ভাইরাল প্রতিবেদনের পর সাড়া: নাজনীনকে চিকিৎসার দায়িত্বে তারেক রহমান

এ.এস আব্দুস সামাদ শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় দীর্ঘ ১৩ বছর ধরে শিকলবন্দী অবস্থায় থাকা নাজনীন খাতুনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে তারেক রহমানের পক্ষ থেকে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল শৈলকুপা উপজেলার আনন্দনগর গ্রামে অসহায় এ পরিবারটির সাথে দেখা করে। এসময় তারা পরিবারটির হাতে নগদ অর্থসহ জানান যে, নাজনীর সমস্ত চিকিৎসার দায়ভার ব্যক্তিগতভাবে গ্রহণ করেছেন তারেক রহমান।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর বিভিন্ন গণমাধ্যমে ‘১৮ বছর বয়সী নাজমিনের ১৩ বছর ধরে শিকলবন্দী জীবন, সারাদিন কাটে অন্ধকার ঘরে’ শিরোনামের এক ভিডিও প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি ভাইরাল হলে বিষয়টি তারেক রহমানের নজরে আসে এবং তিনি অবিলম্বে নেতাকর্মীদের পরিবারটির পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিঠু, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।সংক্ষিপ্ত আলোচনা শেষে নাজনীন খাতুনের পরিবারের হাতে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়।

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে দেশের ৪০টির বেশি জেলায় অসহায় ও বিভিন্ন দুর্ঘটনায় আহত-নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তারই ধারাবাহিকতায় আজ নাজনীন খাতুনের পাশে দাঁড়ালেন। ভবিষ্যতেও মানবিক সহায়তার এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, ঝিনাইদহের আনন্দনগর গ্রামের দিনমজুর নাছির মন্ডল ও বুলবুলি খাতুনের ১৮ বছর বয়সী প্রতিবন্ধী মেয়ে নাজনীন অসুস্থ অবস্থায় ১৩ বছর ধরে ঘরের এক কোণে শিকলবন্দী অবস্থায় রয়েছে। অর্থের অভাবে তার উন্নত চিকিৎসা করাতে না পারায় পরিবারটি দীর্ঘদিন ধরে চরম অসহায়ত্বে দিন পার করছে। নাজনীনের ছোট ভাই জোবায়েরও মানসিক প্রতিবন্ধী। তারেক রহমানের সহযোগিতায় অবশেষে নাজনীনকে সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার নতুন আশার আলো দেখেছে পরিবারটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন