আক্কেলপুর ট্রেন-বাস দুর্ঘটনার ১৯ বছর : স্মৃতিস্তম্ভ স্থাপনের দাবিতে মানববন্ধন
২০০৬ সালের ১১ জুলাই আক্কেলপুর আমুট্র রেলগেটে ট্রেন -বাস সংঘর্ষে নিহত হয় ৪০ জন। ভয়াবহ এই দূর্ঘটনায় নিহতের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মানের দাবীতে মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধন এ উপস্থিত ছিলেন শহীদ পরিবারের সদস্য হামিদ খান, জনি মোঃআরমান হোসেন কানন, যুগ্ম সাধারণ সম্পাদক জেলা ছাত্রদল,মিলন চৌধুরী,যুগ্ম আহবায়ক পৌর সেচ্ছাসেবক দল,ইব্রাহিম হোসেন সম্রাট,সভাপতি, শিক্ষার্থী পরিবার, মেরিন হোসেন, অপূর্ব চৌধুরী,আশ্বিন,ফ্রেশ,মুন্না,আবিদ,রিফাত সহ আরও অনেকে।