প্রজ্ঞাপন অনুযায়ী, রিজা আক্তারকে পলাশ উপজেলা সমাজসেবা কর্মকর্তার দায়িত্ব থেকে সরিয়ে নরসিংদী প্রবেশন কার্যালয়ে প্রবেশন অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে। একই আদেশে নরসিংদী প্রবেশন অফিসার মো. মাসুম ভূইয়াকে পলাশ উপজেলা সমাজসেবা কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মাসুদুল হাসান তাপস। তিনি বলেন, “অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি বিষয়টি যাচাই করে সত্যতা পেয়েছে। এর ভিত্তিতে কর্তৃপক্ষ তাকে বদলি করেছে।”
উল্লেখ্য, রিজা আক্তার দায়িত্ব নেওয়ার পর থেকেই কার্যালয়ে সেবা প্রত্যাশীদের সাথে অসদাচরণ ও হয়রানির অভিযোগ উঠছিল। ভুক্তভোগীরা একাধিকবার লিখিত অভিযোগ দেন। বিষয়টি নিয়ে দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও টিভি চ্যানেলে সংবাদ প্রকাশের পর সমাজসেবা অধিদপ্তর থেকে তদন্ত শুরু হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে পলাশ থেকে সরিয়ে অন্যত্র বদলি করা হয়েছে।