July 18, 2025, 5:39 am

পলাশে শহীদদের স্মরণে ছাত্রদলের স্মরণসভা।

নাজমুল হাসান ( নরসিংদী )

জুলাই-আগষ্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে সকল শহীদের স্মরণে স্মরণসভা করেছে নরসিংদীর পলাশ থানা ও ঘোড়াশাল পৌর ছাত্রদল। আজ বৃহস্পতিবার ( ১৭ জুলাই ) বিকালে উপজেলার চরসিন্দুর ইউনিয়নে শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে এই স্মরণ সভা পালন করে সংগঠণটি।

পলাশ থানা ছাত্রদলের আহবায়ক নাজমুল হোসেন সোহেল এর সভাপতিত্বে ও ঘোড়াশাল পৌর ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সহ সভাপতি আওলাদ হোসেন জনি, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পলাশ থানা শ্রমিক দলের সভাপতি আল আমিন ভুইয়া, ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু, পলাশ থানা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, যুগ্ম আহবায়ক সাফিকুল ইসলাম, মিয়া মোহাম্মদ সজীব, শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আখলাত হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এসময় বক্তারা সাম্প্রতিক সময়ে সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং মব সৃষ্টির মাধ্যমে বিভিন্নস্থানে হত্যাযজ্ঞ ও লুটপাটের প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং স্মরণ সভায় শক্তিতে রুপান্তরিত করে আগামীতে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সাথে যেকোন পরিস্থিতে সজাগ থেকে প্রয়োজনীয় ভূমিকা রাখতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ প্রদান করেন তারা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন