July 18, 2025, 6:10 am

নারায়ণগঞ্জে পুড়িয়ে দেওয়া হলো এনসিপির তোরণ

নয়া বাংলাদেশ ডেস্ক

 

নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের আগমন ঘিরে নির্মিত একটি তোরণ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৮ জুলাই) দিনগত রাত সাড়ে তিনটার দিকে শহরের কলেজরোডে ঘটনাটি ঘটে।

 

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাটি ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির নারায়ণগঞ্জ জেলা নেতাকর্মীরা।

 

দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান তনু বলেন, ‘মধ্যরাতে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। এতে আমাদের একটি তোরণ পুড়ে গেছে। পরে নাইটগার্ড এসে বাধা দিলে তারা পালিয়ে যায়। খবর পেয়ে আমাদের সংগঠকরা ঘটনাস্থলে যান এবং পুলিশকে অবহিত করেন। আমরা এ ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবি করছি।’

 

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, আজ সকালের দিকে ঘটনাটি শুনেছি। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা আমরা নিশ্চিত নই। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন