January 18, 2026, 10:51 am
শিরোনামঃ
কুড়িগ্রামে তারেক রহমানের জন্মদিনে ৪ সহস্রাধিক মানুষকে ফ্রী চিকিৎসাসেবা ও খাবার বিতরণ  কুড়িগ্রামে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত অনিয়ম-দূর্নীতিমুক্ত ক্যাম্পাস সহ প্রিন্সিপালের পদত্যাগের দাবীতে কুড়িগ্রাম টিএসসি’র শিক্ষার্থীদের বিক্ষোভ ভাইরাল প্রতিবেদনের পর সাড়া: নাজনীনকে চিকিৎসার দায়িত্বে তারেক রহমান জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসক সংকট বৈশ্বিক জলবায়ু আন্দোলনের অংশ হিসেবে বেতাগীতে গ্রিন পিসের মানববন্ধন ও সমাবেশ কুড়িগ্রামে মালিকানা জমি খাস-খতিয়ানে রেকর্ড করে ইজারাদার দিয়ে মাছ চাষ করার প্রতিবাদে মানববন্ধন রাজবাড়ীতে মানবিক সংগঠনের উদ্যোগে কম্বল, হুইল চেয়ার, গবাদিপশু বিতরণ ও সোলার লাইট স্থাপন কুড়িগ্রাম-৪ আসন: বিএনপির মনোনয়নের দাবিতে বঞ্চিত প্রার্থী মমতাজের কর্মী-সমর্থকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পুরান ঢাকায় জবি ছাত্রদলের  আহবায়ক সদস্য খুন

২৫ উপজেলায় পূরণ হয়নি ২০০ ভোটারের শর্ত

নয়া বাংলাদেশ ডেস্ক

নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছিল ১৪৪টি দল। তবে প্রাথমিক বাছাইয়ে কোনো দলই নিবন্ধনের শর্ত শতভাগ পূরণ করতে পারেনি। এদের মধ্যে গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অন্যতম। দলটি ২৫ উপজেলায় প্রয়োজনীয় ২০০ জন ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে ব্যর্থ হয়েছে এবং আবেদনে বেশ কিছু ত্রুটিও রয়েছে। ইসি তাদের এসব ত্রুটি সংশোধনের জন্য ১৫ দিন সময় দিয়েছে।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নিবন্ধনের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণে সব দলেই তথ্যের ঘাটতি রয়েছে। এই ঘাটতি পূরণে ১৫ দিনের সময় দিয়ে চিঠি পাঠানো হচ্ছে।

এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলামকে ইসি থেকে দেওয়া চিঠিতে দলের আবেদনে বেশ কিছু ত্রুটি তুলে ধরা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—ঠিকানাসহ দলের সব কার্যকর জেলা দপ্তরের তালিকা না দেওয়া, ২৫টি উপজেলায় প্রয়োজনীয় সংখ্যক ভোটারের স্বাক্ষর না পাওয়া, এবং আবেদনের সঙ্গে সংযুক্ত তহবিলের বিবরণীতে তহবিলের পরিমাণ উল্লেখ না থাকা।

এছাড়াও দলের গঠনতন্ত্রেও ত্রুটি রয়েছে। চিঠিতে বলা হয়েছে, দলটির গঠনতন্ত্রে কেন্দ্রীয় সংসদীয় বোর্ড কর্তৃক প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করার বিধান নেই এবং দলের প্রধানের প্রত্যয়নপত্র সংযুক্ত করা হয়নি।

 

ইসি সূত্র জানিয়েছে, মঙ্গলবার থেকে ধাপে ধাপে ১৪৪টি দলকে ত্রুটি সংশোধনের জন্য চিঠি দেওয়া হচ্ছে। চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ে তথ্য সরবরাহ না করলে দল নিবন্ধন পাওয়ার অযোগ্য বিবেচিত হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধন প্রত্যাশী দলগুলোর আবেদন যাচাই-বাছাই চলছে। দৈনিক আজকের পত্রিকায় এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন