July 21, 2025, 6:47 pm
শিরোনামঃ
মুরাদনগরের সুরানন্দীতে অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা, দুটি ড্রেজার ও ২০০০ ফুট পাইপ অপসারণ উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে এক দিন আগেই রহস্যময় ফেসবুক পোস্ট পোড়া শরীর নিয়ে বের হয়ে শিশুটি বলল–‘ভাইয়া আমাকে ধরো’ উত্তরায় শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তে ভারতের প্রধানমন্ত্রীর শোক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে যাত্রীবাহী বাসে হামলা, ভাঙচুর একজন গেলে আরেক জন আসে চাঁদা নিতে, বন্ধ হয়ে আছে হাসপাতালে নির্মাণ কাজ পাঁচবিবিতে সহকারী কমিশনার বেলায়েত হোসেনের হস্তক্ষেপে আবারও কোটি টাকা সম্পত্তি উদ্ধার পাঁচবিবিতে যৌথ বাহিনীর অভিযানে অনুমোদন বিহীন ক্লিনিকে ৫০ হাজার জরিমানা নরসিংদী কাদির মোল্লা সিটি কলেজে ‘জয় বাংলা’ স্লোগান, ১০ শিক্ষার্থীর বিরুদ্ধে তদন্ত কমিটি জবি নিষিদ্ধ ছাত্রলীগের ৪২১ নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রদলের স্মারকলিপি

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে যাত্রীবাহী বাসে হামলা, ভাঙচুর

নয়া বাংলাদেশ ডেস্ক

এবার নরসিংদীর রায়পুরা উপজেলার নারায়ণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন নীলকুঠি এলাকায় হরতালের সমর্থনে রাতের আঁধারে যাত্রীবাহী বাসে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা।

এদিকে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মোটরসাইকেলযোগে একদল যুবক এলাকায় উপস্থিত হয়ে হঠাৎ করেই মহাসড়কে দাঁড়িয়ে থাকা কয়েকটি বাসে ইট-পাটকেল নিক্ষেপ করে। তারা হামলার সময় উচ্চস্বরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে থাকে এবং হামলার পরপরই দ্রুত এলাকা ত্যাগ করে। হামলার ঘটনায় সোহাগ, তিশা পরিবহনসহ অন্তত ৪-৫টি বাস ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়রা অভিযোগ করেছেন, হামলাকারীরা আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের পরিচয়ে ছিল এবং রাতভর নীলকুঠি এলাকায় গোপনে অবস্থান নেয়। তবে ঘটনার পরপরই তারা চলে যায়। ঘটনার সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিবহন চলাচলে বিঘ্ন ঘটে।

এ ঘটনায় এখন পর্যন্ত স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বাস চালক ও স্থানীয়রা দ্রুত দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন