August 1, 2025, 7:43 am
শিরোনামঃ
স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতাকে কুপিয়ে হত্যা পাঁচবিবির কয়া সীমান্তের মাছচাষী আরমানের পথচলা রাজবাড়ী’র বালিয়াকান্দিতে বাবা মামলা করায় অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আ’ত্ম’হ’ত্যা করেছেন ছেলে রাকিবুল হাসান (২৩) ভবানীপুর গ্রামে কৃষি উৎপাদন বাড়াতে উঠান বৈঠক অনুষ্ঠিত জবি ক্যাফেটেরিয়া সংকট নিরসনে দ্রুত ফুডকার্ট চালু দাবিতে উপাচার্য বরাবর আপ বাংলাদেশের স্মারকলিপি প্রদান কুড়িগ্রামে দূর্গম চরাঞ্চলের দরিদ্র মহিলাদের মাঝে সেলাই/হস্তশিল্প বিষয়ক প্রশিক্ষনের উদ্বোধন রাজশাহীতে ছোটবনগ্রাম পূর্বপাড়া নির্মাণাধীন বাড়ি থেকে  ছিনতাইকারী আটক করা হয়েছে । জয়পুরহাটের কালাইয়ে ভোটের আমেজে মাতলো স্কুল শিক্ষার্থীরা জামায়াত আমিরের হার্টে ৩ ব্লক, জরুরি সার্জারির সিদ্ধান্ত কুড়িগ্রামে জুলাই শহীদ আশিক ”স্ট্রীট মেমোরি স্ট্যাম্প” এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন

রায়পুরায় শীর্ষ সন্ত্রাসী সোহেলের দুই নারী সহযোগী অস্ত্র সহ গ্রেপ্তার

নাজমুল হাসান (নরসিংদী)

রায়পুরায় শীর্ষ সন্ত্রাসী সোহেলের দুই নারী সহযোগী অস্ত্র সহ গ্রেপ্তার

নরসিংদীর রায়পুরায় চরাঞ্চলে সন্ত্রাস দমনে পুলিশের সাঁড়াশি অভিযানে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মো. সোহেল মিয়ার দুই নারী সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র-গোলাবারুদসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়।

সোমবার (২৮ জুলাই) দুপুরে রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার হওয়া দুই নারী হলেন—ফিরোজা বেগম (৪৫) ও রাজিয়া খাতুন (৫০)।

পুলিশ জানায়, রবিবার (২৭ জুলাই) দিনব্যাপী রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আদিল মাহমুদের নেতৃত্বে উপজেলার শ্রীনগর ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় সাঁড়াশি অভিযান চালানো হয়। অভিযানে উদ্ধার হয়:
একটি চায়না রাইফেল
একটি একনলা বন্দুক
পাঁচ রাউন্ড তাজা কার্তুজ
১৪টি খালি খোসা একটি রামদা একটি লোহার পাইপ একটি শীতলপাটি

গ্রেপ্তার দুই নারী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও সরঞ্জাম সোহেল মিয়ার নির্দেশেই তারা গোপনে লুকিয়ে রেখেছিলেন।

এএসপি বায়েজিদ বলেন, “বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সন্ত্রাসবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। সোহেলের সহযোগী কেউই ছাড় পাবে না।”

এর আগে, গত সোমবার (২১ জুলাই) শ্রীনগরের সায়েদাবাদ এলাকায় পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষে মোমেনা বেগম (৪৫) নামের এক নারী নিহত হন। এ সময় তিনজন আহত হন। ওই ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের সমন্বয়ে অভিযান শুরু করে।
পরে শীর্ষ সন্ত্রাসী মো. সোহেল মিয়াকে গ্রেপ্তার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন