নরসিংদীর পলাশে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১২ সেপ্টেম্বর সকাল ৯ টা পলাশ আলিম মাদ্রাসা সম্মেলন কক্ষে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী-২ (পলাশ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা আমজাদ হোসেন। সম্মেলনের সভাপতিত্ব করেন পলাশ উপজেলা আমির আবুল কাশেম সিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সূরা সদস্য মোহাম্মদ সৈয়দুজ্জামান এবং ঘোড়াশাল পৌরসভা আমির অধ্যাপক ইসমাইল খায়েরী।
বক্তারা আগামী জাতীয় নির্বাচনে দলের করণীয়, জনগণের কল্যাণ এবং ইসলামী মূল্যবোধ ভিত্তিক সমাজ গঠনের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন। তারা আশা প্রকাশ করেন, “ইনশাআল্লাহ আগামীর পলাশ হবে উন্নয়ন, ন্যায় ও কল্যাণের দৃষ্টান্ত।”