August 31, 2025, 9:17 pm
শিরোনামঃ

পাহাড় ধসে’ লামামুখ -রাজবাড়ী সড়ক যোগাযোগ বন্ধ।

নিজাম উদ্দিন, বান্দরবান জেলা প্রতিনিধি

 

বান্দরবান পার্বত্য জেলা’র লামা উপজেলায় টানা-ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে।

গভীর রাতে ভারী-টানা বৃষ্টিতে লামা পৌরসভার ৫নং ওয়ার্ডে পাহাড় ধসের ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। তবে পাহাড় ধসে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজ সোমবার ২৮ (জুলাই) ২০২৫ইং ভোর রাতে লামা পৌরসভার ৫নং ওয়ার্ডের লামামুখ-রাজবাড়ী সড়কে এই ধসের ঘটনা ঘটে, যার ফলে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের টানা ভারী বর্ষণের ফলে পাহাড়ের মাটি আলগা হয়ে যাওয়ায় কারনে এই ধসের ঘটনা ঘটে। ভোর রাতে হঠাৎ করেই সড়কের ওপর বিশাল পরিমাণ মাটি ও পাথর এসে পড়ে। এতে লামামুখ থেকে রাজবাড়ী পর্যন্ত সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

স্থানীয় বাসিন্দা আবুল হোসেন বলেন, ভোর রাতে হঠাৎ করেই সড়কের ওপর বিশাল পরিমাণ মাটি ও পাথর এসে পড়ে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমরা বিষয়টি দ্রুত স্থানীয় প্রশাসনকে জানাই। সড়কটির দিয়ে প্রতিদিন স্থানীয় বাসিন্দা এবং লামামুখ উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা চলাচল করেন। দ্রুত মাটি ও পাথর সরিয়ে নিলে স্থানীয়দের চলাচল স্বাভাবিক হবে।

ঘটনাস্থল তাৎক্ষণিক পরিদর্শন করেন, লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। তিনি বলেন, এখানে বড় একটি পাহাড় ধসে পড়েছে।লামা উপজেলা পরিষদ ও পৌরসভার পক্ষে এতো মাটি দ্রুত সরিয়ে নেওয়া মতো লজিস্টিকস সাপোর্ট নেই।

তিনি আরো বলেন, আমরা এ বিষয়ে সেনাবাহিনী, জেলা প্রশাসক ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছি। সকলের সমন্বিত প্রচেষ্টায় দ্রুত এই মাটি সরিয়ে নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন