August 4, 2025, 5:44 am
শিরোনামঃ
রাজবাড়ী জেলার পাংশায় র‍্যাবের অভিযানে অস্ত্র, কার্তুজ ও ককটেল উদ্ধার তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে চাইলেন তারেক রহমান জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ৩০ হাজার ২৩৯ কোটি টাকা কুষ্টিয়ার ভেড়ামারায় স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভালুকায় ম্যানেজারকে মারধর করে ৪০ লাখ টাকার গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ বিএনপিতে ২০০ আসনে মনোনয়নপ্রত্যাশী দেড় হাজার নরসিংদীর ঘোড়াশালে প্রাইভেটকার ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, দুই প্রকৌশলী আহত রাজধানীতে তিন সমাবেশ ঘিরে নিরাপত্তায় নিয়োজিত ১৪ হাজার পুলিশ ব্রাডমানের রেকর্ড ভাঙা হলো না গিলের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুই বাংলাদেশির মরদেহ উদ্ধার

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

ডেস্ক

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

ঢাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি।

 

 

শনিবার (০২ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

 

 

 

পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি। এ ছাড়া দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

 

 

এ সময় দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

 

 

 

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

 

 

এদিকে সবশেষ সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন