November 5, 2025, 5:17 pm
শিরোনামঃ
পুরান ঢাকায় জবি ছাত্রদলের  আহবায়ক সদস্য খুন তরুণদের কণ্ঠে জলবায়ু বার্তা: ‘ভয়েস অফ ক্লাইমেট’ ফ্ল্যাশমবে স্থানীয় দাবি বিশ্ব মঞ্চে কুড়িগ্রামে বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইদহে জামায়াত নেতা আশরাফুল ইসলামের ইন্তেকাল — জেলা জামায়াতের শোক প্রকাশ রাবি শিক্ষকদের নিয়ে অশ্লীল মন্তব্য হিন্দুদের বাড়ি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালিয়েছে আ.লীগ- ড. মঈন খাঁন রাজবাড়ীর বালিয়াকান্দিতে সা’পের কামড়ে কিশোরের মৃ’ত্যু “এনসিপিতে চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দূর্নীতিবাজ কোন নেতা কর্মী নেই” — রাজু আহমেদ পলাশে নিখোঁজের পরদিন প্রবাসীর মরদেহ মিলল রেল লাইনের পাশে শৈলকুপার কিসমত আলী মাধ্যমিক বিদ্যালয়ের ঘটনায় ন্যায় বিচার চেয়ে প্রধান শিক্ষকের পরিবারের সংবাদ সম্মেলন

ভালুকায় ম্যানেজারকে মারধর করে ৪০ লাখ টাকার গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় জমিতে অনধিকার প্রবেশ করে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের চারশতাধিক গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় জমির মালিকপক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযান সূত্রে জানা যায়, আরবাব গ্রুপের মালিক আরবাব হোসেন, এম এম আজমত হোসেন ও এ এম আদনান হোসেন ভালুকা উপজেলার কালতামারী মৌজায় ওই এলাকার বিভিন্ন লোকের কাছ থেকে ৩৪ টি দলিলে মোট ২১ একর ২৯ শতাংশ জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখলে আছেন এবং সরকারি খাজনা-খারিজসহ নামজারি করেছেন।

অভিযোগে বলা হয়, গত ২৭ জুলাই রাত ৯টা ৪০ মিনিটের দিকে ওই জমির কেয়ারটেকার মো. আবু সাঈদ ফকির সুহিন জমি তদারকি করতে গেলে দেখতে পান, অভিযুক্ত মো. আবুল হোসেন ফকির, মো. কামরুল ইসলাম ফকির, মো. আবুল হাসান ফকির, মো. জহিরুল ওরফে ফকরুল ইসলাম ফকির, মো. বাহারুল ইসলাম ফকির, মো. আক্কাছ আলী, মিলন মিয়াসহ আরও ১০-১২ জন ধারালো অস্ত্র ও ইলেকট্রিক করাত নিয়ে গাছ কাটছেন।

কেয়ারটেকার বাধা দিতে গেলে তাকে হত্যার উদ্দেশ্যে শ্বাসরোধের চেষ্টা করা হয় এবং পরে বেদম মারধর করে গাছের সাথে বেঁধে ফেলা হয়। অভিযুক্তরা এরপর প্রায় ৮৫-৯৫টি গাছ কেটে একটি লড়িতে করে নিয়ে যায়। এসব গাছের আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ টাকা বলে দাবি করেন বাদী।

ঘটনার প্রত্যক্ষদর্শী কেয়ারটেকার সুহিন বলেন, “আমি বাধা দিতে গেলে আমাকে মেরে গাছের সাথে বেঁধে ফেলে। তারা গাছগুলো কেটে গাড়িতে তুলে নিয়ে যায়। পরে আমি ফোনে কর্মকর্তাদের জানাই।”

এ বিষয়ে আরবাব গ্রুপের কর্মকর্তা ফরিদ আহমেদ বলেন, “বহুদিন ধরে এই জমি নিয়ে বিবাদীরা হয়রানি করে আসছে। এর আগেও একাধিকবার গাছ কেটে নিয়েছে। আগের ঘটনায় থানায় মামলা চলমান রয়েছে। এবার বড় ধরনের ক্ষতি করে গেলো।”

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), “লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন