কুষ্টিয়ার ভেড়ামারায় স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার রাত ১১টার দিকে ধর্ষণের ঘটনা ঘটে। আজ রোববার দুপুরে থানায় এ ঘটনায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর স্বামী।
এদিকে গৃহবধূর শারীরিক পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হচ্ছে।
গ্রেপ্তাররা হলেন- ভেড়ামারার মসলেমপুর গ্রামের মৃত মোজাম্মেল প্রামাণিকের ছেলে কালু প্রামাণিক (৪৬), ষোলদাগ গ্রামের মোজাম্মেল শেখের ছেলে মুর্শিদ শেখ (৪৫), মৃত আকছেদ মণ্ডলের ছেলে টিটু মণ্ডল ওরফে টিপু (৪২), মৃত নবীর মণ্ডলের ছেলে এজাজুল (৪২) ও মৃত হাবিবুল সরদারের ছেলে রুবেল আলী (২৪)।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূ (২৪) ভেড়ামারা উপজেলার একটি খাবার হোটেলে কাজ করেন। শনিবার কাজ শেষ করে রাত সাড়ে ১০টার দিকে স্বামীর সঙ্গে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। পথে ৬-৭ জন তাদের ভ্যানের গতিরোধ করে। এ সময় ভ্যানচালক ও ওই গৃহবধূর স্বামীকে মারধর করা হয়। স্বামীকে মারধরের পর তাকে বেঁধে রাখা হয়। আর গৃহবধূকে পাশের একটি লিচু বাগানে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ ও ডিবি পুলিশের বিশেষ টিম রাতভর অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করে থানায় নেয়। এ ঘটনায় আজ দুপুরে মামলা হয়।
এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, প্রাথমিক তদন্তে আটক তিনজন ওই গৃহবধূকে ধর্ষণ করেছে বলে নিশ্চিত হওয়া গেছে। গৃহবধূকে হাসপাতালে নেওয়া হচ্ছে। আসামিদের আদালতে নেওয়া হবে। আরও যারা জড়িত তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।