রাজবাড়ী জেলার পাংশায় র্যাবের অভিযানে অস্ত্র, কার্তুজ ও ককটেল উদ্ধার.
রাজবাড়ি পাংশার কশবামাজাইল থেকে একটি ওয়ান শুটারগান, দুইটি কার্তুজ ও তিনটি ককটেল বোমা উদ্ধার করা হয়েছে।
গত রাত (৩ জুলাই) আনুমানিক ১টার দিকে কশবামাইজ ইউনিয়নের কুঠিমালিয়াট গ্রামের আয়াত আলীর চায়ের দোকানের পূর্ব পার্শ্বে ঝোপের মধ্য থেকে র্যাব-১০ এক সফল অভিযান চালিয়ে এ অস্ত্র গুলি বোমা উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার তাপস কর্মকার।