August 10, 2025, 1:25 am
শিরোনামঃ
ছাত্রদলের কমিটি দিয়ে ছাত্রলীগকে পুনর্বাসনের অভিযোগ শিবির সেক্রেটারি জেনারেলের গাজিপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পলাশে মানববন্ধন জয়পুরহাট চিনিকলে বিজয় মিছিল ও সংবর্ধনা অনুষ্ঠিত নরসিংদীতে অস্ত্র প্রশিক্ষণের অভিযোগ ভিত্তিহীন দাবি অবসরপ্রাপ্ত দুই সেনা সদস্যের ব্যবসায়ীকে গাড়ি থেকে নামিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা বৃত্তি পরীক্ষা নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে কুড়িগ্রামে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান স্কুলের কমিটি গঠন নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ; আহত ১৫ জবির বাস সংকট ও নষ্ট বাসের ভোগান্তির শেষ কোথায় পঞ্চগড়ে ছাত্রদল কর্মীর ছুরিকাঘাতে আরেক ছাত্রদল কর্মীর মৃত্যু

ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার  বিচারের দাবিতে জবিতে  মানববন্ধন

জবি প্রতিনিধি,

ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার  বিচারের দাবিতে জবিতে  মানববন্ধন 

 

জবি প্রতিনিধি,

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ (সাবেক মিল্লাতিয়ান) কে শ্বাসরোধ করে হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে  মিল্লাতিয়ানস সোসাইটি অব জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

 

বুধবার (৬ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শান্ত চত্বরে  এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় আন্দোলনকারীদের, তুমি কে আমি কে ,সাজিদ সাজিদ; আমার ভাই মরলো কেনো প্রশাসন জবাব চাই; আমার ভাই কবরে খুনি কেনো বাহিরে- ইত্যাদি নানা রকম স্লোগান দিতে দেখা যায়।

 

মানবন্ধনে মিল্লাতিয়ানস সোসাইটি অব জগন্নাথ ইউনিভার্সিটির  সভাপতি তারেকুল ইসলাম বলেন,

“আজকে আমরা কোন ব্যক্তির পক্ষে দাঁড়াই নাই, মুলত দাড়িয়েছি একজন শহীদ ভাইয়ের হত্যাকান্ডের বিচারের দাবিতে, একজন সন্তানহারা মায়ের সন্তান হত্যার বিচারের দাবিতে। আমরা ইবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আহ্বান জানাবো অতিদ্রুত সাজিদ আব্দুল্লাহ ভাইকে  হত্যার সুষ্ঠ তদন্ত করে সকল বিচারিক কার্যক্রম শেষ করে অপরাধীদের শাস্তির ব্যবস্থা করে।”

 

 

 

মিল্লাতিয়ানস সোসাইটি অব জগন্নাথ ইউনিভার্সিটির  সাধারাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান  বলেন, “ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী (সাবেক মিল্লাতিয়ান)সাজিদ আব্দুল্লাহকে গত ১৭ই জুলাই শ্বাসরোধ করে হত্যা আমাদেরকে চরমভাবে মর্মাহত করেছে। এই পরিকল্পিত হত্যাকাণ্ডের অতিদ্রুত সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।ইবি প্রশাসন যদি কোনো তালবাহানার আশ্রয় নেয় সেটা হবে তাদের জন্য আত্মঘাতী। আমরা বিচার চাই, তালবাহানা চাই না।”

 

এছাড়াও শিক্ষার্থীরা বলেন,”সাজিদ আব্দুল্লাহকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। একটি চক্র এই হত্যাকে পানিতে ডুবে যাওয়ার ঘটনা হিসেবে চালিয়ে দিতে চেয়েছে, যা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরাপত্তা ব্যর্থতার জ্বলন্ত প্রমাণ।

 

আমরা দ্রুত, স্বাধীন ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুনিদের বিচার দাবি করছি। দাবি উপেক্ষিত হলে কঠোর আন্দোলনের দায় প্রশাসনকেই নিতে হবে।

 

অবিলম্বে ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনতে হবে এবং ক্যাম্পাসের প্রত্যেকটি প্রাঙ্গণ সিসিটিভির আওতায় আনতে হবে,পাশাপাশি নিরাপত্তা চৌকি তৈরী করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন