জয়পুরহাট চিনিকলে বিজয় মিছিল ও সংবর্ধনা অনুষ্ঠিত
জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে জয়পুরহাট চিনিকলের সাধারণ সম্পাদক মো. জায়েদ হোসেন ,ও কার্যকরী সভাপতি মোঃ আলী আকতার নির্বাচিত হওয়ায় মিল প্রাঙ্গণ থেকে শহরের প্রধান প্রধান সড়কে বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলে অংশ নেন চিনিকলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ ও শ্রমিক কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ । বিজয় মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিলগেটে এসে শেষ হয়।
মিছিল শুরুর আগে জচিক সিডিএ সংসদ ও পাঁচবিবি সাবজোনের পক্ষ থেকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. জায়েদ হোসেন ও কার্যকরী সভাপতি মোঃ আলী আকতার ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় বক্তারা বলেন, “এই বিজয় শুধু একজন ব্যক্তির নয়, এটি জয়পুরহাট চিনিকলের শ্রমিক কর্মচারীর বিজয়।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জয়পুরহাট-১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জনাব মো. ফয়সল আলিম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, জেলা শ্রমিক দলের সভাপতি ও সম্পাদকসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা মো. জায়েদ হোসেনকে অভিনন্দন জানিয়ে বলেন, “তাঁর এই নির্বাচনের মধ্য দিয়ে শ্রমিকদের দীর্ঘদিনের প্রতিনিধিত্বের আকাঙ্ক্ষা পূরণ হলো।”
মো. জায়েদ হোসেন তাঁর বক্তব্যে বলেন, “এই বিজয় শ্রমিকদের বিজয়। আমি শ্রমিক-কর্মচারীদের দাবি-দাওয়ার বাস্তবায়নে সর্বদা সোচ্চার থাকব।”
এ সময় মিলের শত শত শ্রমিক-কর্মচারী তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং আনন্দ প্রকাশ করেন।