August 13, 2025, 7:43 pm
শিরোনামঃ
নরসিংদীতে ফুটবল খেলার দ্বন্দ্বে কিশোর রিয়াদ ছুরিকাঘাতে নিহত রাজশাহীতে পদ্মা নদীর পানি বিপদ সীমার উপরে বিএনপি প্রথম সংস্কার চেয়েছে -বেলাবতে গণসংযোগে বিএনপি নেতা জুয়েল নরসিংদীতে খাদ্য আইন লঙ্ঘনের দায়ে দুই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা সবার জন্য অনুকরণীয় : নয়ন পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো গ্রে’প্তা’র। রাজবাড়ীর পাংশায় ছাত্রীর সঙ্গে শিক্ষককের অনৈতিক সম্পর্কের অভিযোগ, পদত্যাগ দাবিতে বিক্ষোভ শেষ হলো রাজশাহীতে বিভাগীয় বৃক্ষ মেলা বিসিএস শিক্ষা ক্যাডারে বাংলা বিভাগের সাথে ভাষা বিজ্ঞান বিভাগ একীভূত করায় জবি শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ পলাশে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি, আলোচনা ও যুব ঋণ বিতরণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা সবার জন্য অনুকরণীয় : নয়ন

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা সবার জন্য অনুকরণীয় : নয়ন

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা শুধু তথ্য পরিবেশনেই নয়, বরং নিরপেক্ষতা ও সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে—এমন মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন সভাপতি রাইসুল ইসলাম নয়ন।

 

সোমবার (১৩ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাঠে ছাত্র অধিকার পরিষদের জবি শাখা কতৃক আয়োজিত “জুলাই বিপ্লবের জবি অগ্নিকন্যা সম্মাননা ও নবীনবরণ-২০২৫” অনুষ্ঠানে তিনি বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা দায়িত্বশীলতা ও সাংগঠনিক শৃঙ্খলার মাধ্যমে সাংবাদিকতা করছে, যা দেশের অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অনুসরণযোগ্য।”  তিনি আরো বলেন, বিপ্লব পরবর্তী সময়ে যদি জাতীয় সরকার গঠন হতো আর প্রতিটি রাজনৈতিক দলকে এক একটি মন্ত্রণালয়ের  দায়িত্ব দেওয়া সম্ভব হতো তবে জনগণ বুঝতে পারতো কোন মন্ত্রণালয়ে কত দুনীতি হয়েছে।,

 

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তিনি বলেন, “জুলাই বিপ্লব ছিল একটি ঐতিহাসিক ছাত্র প্রতিরোধ, যা দেশের ছাত্র রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। জবির ছাত্ররা বারবার প্রমাণ করেছে, তারা অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে জানে।”

 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের  অগ্নিকন্যা ও নবীন শিক্ষার্থীরা। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত জুলাই বিপ্লবের অগ্নিকন্যা সম্মাননা ও নবীন বরণ অনুষ্ঠানের সঞ্চালনা করেন রায়হান হাসান রাব্বি ও সভাপতিত্ব করেন এ কে এম রাকিব।  ব্যতিক্রমী অনুষ্ঠানজুড়ে ছিল সম্মাননা প্রদান, আলোচনাসভা ও সাংস্কৃতিক পরিবেশনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন