মনোহরদীতে ইউনিয়ন চেয়ারম্যান কাউসার রশিদ বিপ্লব গ্রেফতার
নাজমুল হাসান ( নরসিংদী)
নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউসার রশিদ বিপ্লবকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার বীর আহমদপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। মনোহরদী থানার অন্তর্গত রামপুর পুলিশ ফাঁড়ির একটি দল এই অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, চেয়ারম্যান কাউসার রশিদ বিপ্লবের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। তিনি খিদিরপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ তারা মাস্টারের পুত্র।
জানা গেছে, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করে চেয়ারম্যান নির্বাচিত হন এবং দায়িত্ব পালন করে আসছিলেন। স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতেও তার সক্রিয় উপস্থিতি ও প্রভাব রয়েছে।
মনোহরদী থানার ওসি (তদন্ত) মাহতাবুর রহমান বলেন, চেয়ারম্যান বিপ্লবের বিরুদ্ধে দায়ের করা চলমান মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।