August 31, 2025, 5:12 pm
শিরোনামঃ

নুরুল হক নুরের চিকিৎসার খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

ডেস্ক

নুরুল হক নুরের চিকিৎসার খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

 

ঢাকা: গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের চিকিৎসার খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

 

শনিবার (৩০ আগস্ট) রাতে নুরের ওপর হামলার ঘটনায় তার শারীরিক অবস্থার খোঁজ নিতে খালেদা জিয়া তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি প্রেস উইংয়ের কর্মকর্তা শ্যারুল কবির খান।

তিনি জানান, নুরের অবস্থা সম্পর্কে বিস্তারিত জেনে খালেদা জিয়া গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। হামলাকে তিনি মর্মান্তিক ও নিন্দনীয় আখ্যা দিয়েছেন এবং নুরের যথাযথ চিকিৎসার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

শ্যারুল কবির খান আরও বলেন, বেগম খালেদা জিয়া নুরুল হক নুরের দ্রুত আরোগ্য ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন