September 4, 2025, 6:33 am

গায়ের রং কালো তাই স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা, স্বামীর ফাঁসির আদেশ

নয়া বাংলাদেশ ডেস্ক

ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুরে স্ত্রীর গায়ের রং নিয়ে কটূক্তি ও অপমানের পর তাকে জীবন্ত পুড়িয়ে হত্যা করেন স্বামী কিষানদাস। এই নৃশংস হত্যাকাণ্ডে আদালত তাকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে।

মৃত্যুর আগে দেওয়া জবানবন্দিতে ভুক্তভোগী লক্ষ্মী জানান, তার স্বামী কিষাণদাস বিয়ের পর থেকেই নিয়মিত তাকে ‘কালো’ বলে কটাক্ষ করতেন এবং শরীর নিয়ে অপমান করতেন।

বিচারক বলেন, ‘এটি এমন অপরাধ, যা মানবতার বিবেককে নাড়িয়ে দেয় এবং সুস্থ-সভ্য সমাজে কল্পনাও করা যায় না।

 

আদালতের নথি অনুযায়ী, ২০১৭ সালের ২৪ জুন রাতে কিষাণ দাস একটি প্লাস্টিক বোতলে বাদামি রঙের তরল পদার্থ নিয়ে আসেন। তিনি স্ত্রীকে বলেছিলেন, এটি ত্বক ফর্সা করার ওষুধ। তবে লক্ষ্মী বলেন, এর গন্ধ এসিডের মতো। এরপর কিষান দাস সেই তরল শরীরে মেখে আগরবাতি দিয়ে আগুন ধরিয়ে দেন।

 

শরীরে আগুন ছড়িয়ে পড়লে তিনি অবশিষ্ট তরল পদার্থ ঢেলে দিয়ে পালিয়ে যান। পরে কিষানদাসের বাবা-মা ও বোন গুরুতর দগ্ধ লক্ষ্মীকে হাসপাতালে নেন, তবে বাঁচতে পারেননি। মৃত্যুর আগে তিনি পুলিশ, চিকিৎসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে পুরো ঘটনার বিবরণ দেন।

 

উদয়পুরের জেলা জজ রাহুল চৌধুরী রায়ে বলেন, এই হত্যাকাণ্ড ‘বিরলের মধ্যেও বিরলতম’।

 

এটি মানবতার বিরুদ্ধে অপরাধ। তিনি আরো উল্লেখ করেন, কিষানদাস তার স্ত্রীর বিশ্বাস ভেঙেছেন।

 

‘ঐতিহাসিক রায়’

সরকারি কৌঁসুলি দিনেশ পালিওয়াল এ রায়কে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘একজন তরুণীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সে কারো বোন, কারো মেয়ে, কারো প্রিয়জন ছিল।

 

আমরা যদি আমাদের মেয়েদের বাঁচাতে না পারি, তাহলে কে বাঁচাবে? আশা করি এই রায় সমাজের অন্যদের জন্য শিক্ষা হয়ে থাকবে।’ মৃত্যুদণ্ডের রায় হাইকোর্টে পাঠানো হয়েছে চূড়ান্ত নিশ্চয়তার জন্য। তবে দোষীর কাছে আপিল করার জন্য ৩০ দিন সময় রয়েছে।

 

অন্যদিকে কিষানদাসের আইনজীবী সুরেন্দ্র কুমার মেনারিয়া বিবিসিকে বলেন, লক্ষ্মীর মৃত্যু দুর্ঘটনাজনিত এবং তার মক্কেলকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই বলে দাবি করেন তিনি।

সূত্র : বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন