শিক্ষার মানোন্নয়নে মুরাদনগরে ইউএনও’র শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন
মুরাদনগর (কুমিল্লা), অনিক চৌধুরী
শিক্ষার গুণগত মান নিশ্চিত করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার মুরাদনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
পরিদর্শনকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল— পায়ব সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেয়টগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাতমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানীমুহুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়ইয়াকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শুশুন্ডা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শুশুন্ডা ইসলামিয়া আলিম মাদ্রাসা।
এ সময় ইউএনও উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। বিশেষ করে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানে অংশগ্রহণ, শৃঙ্খলা বজায় রাখা, নৈতিক শিক্ষা গ্রহণ ও সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।
পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “প্রাথমিক শিক্ষা জাতির ভিত্তি। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক—সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”
শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা ইউএনও’র দিকনির্দেশনা সাধুবাদ জানিয়ে শিক্ষার মানোন্নয়নে সর্বাত্মক ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন।
—