October 30, 2025, 8:29 pm
শিরোনামঃ
পুরান ঢাকায় জবি ছাত্রদলের  আহবায়ক সদস্য খুন তরুণদের কণ্ঠে জলবায়ু বার্তা: ‘ভয়েস অফ ক্লাইমেট’ ফ্ল্যাশমবে স্থানীয় দাবি বিশ্ব মঞ্চে কুড়িগ্রামে বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইদহে জামায়াত নেতা আশরাফুল ইসলামের ইন্তেকাল — জেলা জামায়াতের শোক প্রকাশ রাবি শিক্ষকদের নিয়ে অশ্লীল মন্তব্য হিন্দুদের বাড়ি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালিয়েছে আ.লীগ- ড. মঈন খাঁন রাজবাড়ীর বালিয়াকান্দিতে সা’পের কামড়ে কিশোরের মৃ’ত্যু “এনসিপিতে চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দূর্নীতিবাজ কোন নেতা কর্মী নেই” — রাজু আহমেদ পলাশে নিখোঁজের পরদিন প্রবাসীর মরদেহ মিলল রেল লাইনের পাশে শৈলকুপার কিসমত আলী মাধ্যমিক বিদ্যালয়ের ঘটনায় ন্যায় বিচার চেয়ে প্রধান শিক্ষকের পরিবারের সংবাদ সম্মেলন

নয়া বাংলাদেশ ডেস্ক

বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়াম এক অনন্য দৃশ্যের সাক্ষী হলো। ভরা গ্যালারি, অশ্রুসিক্ত উল্লাস, আর সেই পরিচিত নম্বর–১০। লিওনেল মেসি জানতেন, এটাই তার দেশের মাটিতে শেষ অফিসিয়াল ম্যাচ। ঠিক সেভাবেই সাজানো ছিল মঞ্চ: সন্তানদের হাত ধরে মাঠে প্রবেশ, টানা করতালি আর সমর্থকদের হৃদয়ভরা ভালোবাসা। আর পারফরম্যান্সে যথারীতি অতুলনীয়—দুটি গোল আর একাধিক স্মরণীয় মুহূর্তে ভরিয়ে দিলেন রাতটাকে।

‘দেশের মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি,’ ম্যাচ শেষে আবেগঘন কণ্ঠে বললেন মেসি। ‘অনেক বছর বার্সেলোনায় ভালোবাসা পেয়েছি, এখনো পাই। কিন্তু স্বপ্ন ছিল নিজের দেশে, নিজের মানুষের সামনে তা পাওয়ার। আজ সেই স্বপ্ন পূর্ণ হলো।’

প্রথমার্ধের ৩৯ মিনিটে জুলিয়ান আলভারেজের দারুণ পাস থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেন অধিনায়ক। এরপর সমর্থকদের কণ্ঠে ধ্বনিত হলো ‘লিও মেসি আছে পাশে, পুরো পথ আমরা পাড়ি দেব একসঙ্গে।’

দ্বিতীয়ার্ধে লাউতারো মার্টিনেজের হেডে আসে দ্বিতীয় গোল, আর কিছুক্ষণ পর থিয়াগো আলমাদার সঙ্গে বোঝাপড়ায় মেসির দ্বিতীয় গোল—স্কোরলাইন ৩-০। যদিও একপর্যায়ে দুর্দান্ত চিপে হ্যাটট্রিকের কাছাকাছি ছিলেন, কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়।

পুরো রাতজুড়ে মেসির চোখেমুখে ভেসে উঠেছিল আবেগ। ওয়ার্ম-আপেই করতালির বন্যা তাকে কাঁপিয়ে দিয়েছিল, ম্যাচ শেষে সন্তানদের নিয়ে দর্শকদের উদ্দেশে হাত নাড়তে গিয়ে প্রায় চোখ ভিজে উঠেছিল। স্ত্রী আন্তোনেলা ও পরিবারের সদস্যরা গ্যালারি থেকে প্রত্যক্ষ করেছেন সেই অনন্য মুহূর্ত।

ম্যাচশেষে মেসি স্মরণ করেন কঠিন সময়ের কথাও— ‘অনেক বছর নানা সমালোচনা হয়েছে। আমরা চেষ্টা করেছি, কখনো সফল হয়নি। আজ সেসব ভেবেও গর্ব হয়। কারণ, শেষ পর্যন্ত এই ভালোবাসা পেয়েছি।’

ভবিষ্যৎ নিয়ে প্রশ্নে সতর্ক উত্তর দিলেন তিনি: ‘আগামী নয় মাস দ্রুত কেটে যাবে। আমার লক্ষ্য ফিট থাকা, দিন-দিন করে এগোনো। আজ যা পরিষ্কার, সেটি হলো—এটাই দেশের মাটিতে আমার শেষ অফিসিয়াল ম্যাচ।’

বিশ্বকাপজয়ী অধিনায়ক হিসেবে মেসির ঝুলিতে আছে কোপা আমেরিকা, ফাইনালিসিমা, কোপা ইউএসএ আর সর্বোপরি কাতার বিশ্বকাপের গৌরব। এবার যোগ হলো নিজের দেশে বিদায়ী রাতের অবিস্মরণীয় স্মৃতি।

মনুমেন্টালের আলো–হাওয়ায় তাই এটি শুধু একটি জয় নয়; ছিল এক আবেগঘন বিদায়। আর মেসির নিজের কথায় সেটিই সবচেয়ে বড় প্রাপ্তি, ‘দেশের মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন