৪০ বছর বয়সেও থেমে নেই ‘গোলমেশিন’ ক্রিশ্চিয়ানো রোনালদো। সময়ের পর সময় নিজেকে প্রমাণ করে চলা এই পর্তুগিজ তারকা যেন ফুটবল মাঠে অমরত্বের পথে হাঁটছেন। গত ৬ সেপ্টেম্বর, ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে আর্মেনিয়ার বিপক্ষে জোড়া গোল করে রোনালদো ছুঁয়ে ফেলেছেন ক্যারিয়ারের ৯৪২তম গোলের মাইলফলক।
ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা রোনালদো আগেই হয়েছেন। এবার তার সামনে আরও বড় লক্ষ্য— অফিশিয়াল ম্যাচে ১,০০০ গোলের অসাধারণ রেকর্ড।
হাজার গোল ছুঁতে রোনালদোর প্রয়োজন আর মাত্র ৫৮ গোল। সংখ্যাটি এক নজরে বেশি মনে হলেও, রোনালদোর সাম্প্রতিক ফর্ম বলছে—এটি একেবারেই নাগালের বাইরে নয়।
২০২৪–২৫ মৌসুমে তিনি করেছেন ৪৩ গোল, আর চলতি ২০২৫–২৬ মৌসুমের সেপ্টেম্বর পর্যন্ত গোল করেছেন আরও ৫টি। অর্থাৎ, যদি তিনি পরবর্তী প্রতিটি মৌসুমে গড়ে ২৫–৩০ গোল করে যেতে পারেন, তাহলে আগামী ২–৩ মৌসুমের মধ্যেই পৌঁছে যেতে পারেন সেই কাঙ্ক্ষিত হাজারে।
রোনালদোর বর্তমান বয়স ৪০ বছর ৭ মাস। অধিকাংশ ফুটবলার যেখানে এই বয়সের আগেই অবসর নেন, সেখানে রোনালদো এখনো মাঠ কাঁপাচ্ছেন। নিখুঁত ফিটনেস, কঠোর ডায়েট এবং পেশাদার মানসিকতা তাকে প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রবিন্দুতে রেখেছে।
তাছাড়া সৌদি প্রো লিগে আল-নাসরের হয়ে তুলনামূলক সহজ প্রতিপক্ষদের বিপক্ষে নিয়মিত খেলাটাও তাকে গোলসংখ্যা বাড়াতে সহায়তা করছে।
রোনালদোর আল-নাসরের সঙ্গে বর্তমান চুক্তি আছে ২০২৭ সালের জুন পর্যন্ত। অর্থাৎ নিশ্চিতভাবে তিনি খেলবেন আরও দুই মৌসুম। এই সময়টুকুতে নিয়মিত ফর্ম ধরে রাখলে, হাজার গোলের রেকর্ড আর কল্পনা নয়—বাস্তব হতে পারে।
আর যদি প্রয়োজন হয়, চুক্তি বাড়িয়ে আরও এক মৌসুম খেললেই তিনি গড়তে পারেন ফুটবল ইতিহাসের এক অনন্য অধ্যায়।
অনেকেই হাজার গোলের দৌড়ে পেলের নাম আনেন, তবে তার রেকর্ডে প্রীতি ও অনানুষ্ঠানিক ম্যাচের গোলও যুক্ত করা হয়েছে। রোনালদোর ক্ষেত্রটি একেবারেই আলাদা। তার সব গোলই এসেছে অফিশিয়াল ম্যাচ থেকে। ফলে হাজার গোল করলে, সেটি হবে ফুটবল ইতিহাসের প্রথম সত্যিকারের হাজার গোল।
রোনালদোর সামনে এখন একটিই প্রতিদ্বন্দ্বী—সময়। বয়স যতই বাড়ুক, যদি ফিটনেস ও ধারাবাহিকতা ধরে রাখতে পারেন, তাহলে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে অফিশিয়াল হাজার গোল করার কীর্তি গড়বেন তিনিই।
তাহলে কি ফুটবল ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য এই রেকর্ডের মালিক হতে চলেছেন রোনালদো?
উত্তর দেবে সময়, তবে ফুটবলপ্রেমীরা অপেক্ষা করতে পারেন ইতিহাস গড়ার সেই মাহেন্দ্রক্ষণের জন্য।