September 8, 2025, 7:25 am

গোয়ালন্দে পুলিশের ওপর হামলার ঘটনায় আরও ২ জন গ্রেপ্তার

নয়া বাংলাদেশ ডেস্ক

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরু পাগলার দরবারে ভাঙচুর: সাতজন গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরু পাগলার দরবারে ভাঙচুরের ঘটনায় পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শরীফ আল রাজীব।

গ্রেপ্তারকৃতরা

  • মো. হায়াত আলী মৃধা (২৯), দিরাজতূল্লাহ মৃধা ডাঙ্গী গ্রামের সন্তান

  • মো. জীবন সরদার (২২), নতুন পাড়া (মাল্লাপট্টি) এলাকার বাসিন্দা

  • মো. শাফিন সরদার (১৮)

  • মো. মাসুদ মৃধা, উজানচর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি

  • হিরু মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক

  • এনামুল হক জনি (৩২)

  • কাজী অপু (২৫)

মামলায় পুলিশ জানিয়েছে, মোট ৩৫০০ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃতরা পুলিশের গাড়ি ভাঙচুর, মাজার ধ্বংস এবং মরদেহ উত্তোলনের ঘটনায় স্বীকারোক্তি দিয়েছেন।

ঘটনার সংক্ষিপ্ত বিবরণ

  • শুক্রবার জুমার নামাজের পর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরাল পাগলার ভক্তদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

  • সংঘর্ষে একজন নিহত এবং দুই পক্ষের শতাধিক মানুষ আহত হন।

  • পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সময় পুলিশ লক্ষ্য করে হামলা চালানো হয় এবং গাড়ি ভাঙচুর করা হয়। এতে ১০–১২ পুলিশ সদস্য আহত হন।

  • পরে হামলাকারীরা নুরাল পাগলের মরদেহ কবর থেকে তুলে আগুনে পুড়িয়ে দেন।

রাজবাড়ী পুলিশ বলেছে, অভিযানের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং মামলা সম্পর্কিত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন