October 28, 2025, 2:01 pm
শিরোনামঃ
পুরান ঢাকায় জবি ছাত্রদলের  আহবায়ক সদস্য খুন তরুণদের কণ্ঠে জলবায়ু বার্তা: ‘ভয়েস অফ ক্লাইমেট’ ফ্ল্যাশমবে স্থানীয় দাবি বিশ্ব মঞ্চে কুড়িগ্রামে বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইদহে জামায়াত নেতা আশরাফুল ইসলামের ইন্তেকাল — জেলা জামায়াতের শোক প্রকাশ রাবি শিক্ষকদের নিয়ে অশ্লীল মন্তব্য হিন্দুদের বাড়ি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালিয়েছে আ.লীগ- ড. মঈন খাঁন রাজবাড়ীর বালিয়াকান্দিতে সা’পের কামড়ে কিশোরের মৃ’ত্যু “এনসিপিতে চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দূর্নীতিবাজ কোন নেতা কর্মী নেই” — রাজু আহমেদ পলাশে নিখোঁজের পরদিন প্রবাসীর মরদেহ মিলল রেল লাইনের পাশে শৈলকুপার কিসমত আলী মাধ্যমিক বিদ্যালয়ের ঘটনায় ন্যায় বিচার চেয়ে প্রধান শিক্ষকের পরিবারের সংবাদ সম্মেলন

নয়া বাংলাদেশ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গণনা চলছে। তবে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে বিভিন্ন ফেসবুক আইডি ও পেজ থেকে ‘ফলাফল’ নামে নানা তথ্য প্রকাশ করা হচ্ছে।
আবু সালেহ মূসা নামে এক ফেসবুক ব্যবহারকারী পোস্টে দাবি করেছেন, শামসুন্নাহার হলে ছাত্রদলের প্রার্থী আবিদ পেয়েছেন ৯৯৫ ভোট এবং ছাত্রশিবিরের প্রার্থী সাদিক পেয়েছেন ৮৯৯ ভোট। এছাড়া জগন্নাথ হলে আবিদ পেয়েছেন ৮২৯ ভোট ও সাদিক পেয়েছেন ৪০৯ ভোট। দুই কেন্দ্রের ফলাফলে ৫১৫ ভোটে এগিয়ে রয়েছেন আবিদ বলে উল্লেখ করেন তিনি।
অন্যদিকে ভিপি প্রার্থী আব্দুল ওয়াহেদ নিজেই এক পোস্টে দাবি করেছেন, শহীদুল্লাহ হলে ১২০০ এর বেশি ভোট কাস্ট হয়েছে। এর মধ্যে সাদিক কায়েম ৮০০+, এসএম ফরহাদ ৬৫০+ এবং মহিউদ্দিন ৮০০+ ভোট পেয়েছেন।
এছাড়া ‘জিয়া সাইবার ফোর্স’ নামের একটি ফেসবুক পেজে বলা হয়েছে, জগন্নাথ হলে মোট ভোটার সংখ্যা ২২২৫ জন। সেখানে ভিপি পদে আবিদ পেয়েছেন ৮২৯ ভোট এবং সাদিক কায়েম পেয়েছেন ৪০৯ ভোট।
শিক্ষার্থীদের অভিযোগ, এভাবে উদ্দেশ্যমূলকভাবে ভুয়া তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।
এ বিষয়ে ডাকসুর নির্বাচন কমিশনার বলেন, “ভোট গণনা চলমান আছে। এখন পর্যন্ত কোনো ফলাফল প্রকাশ করা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন