সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এই তিন মূলনীতির ভিত্তিতে অধিকার ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কুড়িগ্রামে আমার বাংলাদেশ (এবি) মহিলা পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় কুড়িগ্রাম পৌরসভার সবুজ পাড়াস্থ দলের কার্যালয়ে আমার বাংলাদেশ (এবি) মহিলা পার্টির কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, এবি পার্টির কেন্দ্রীয় কমিটির নারী উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের এবি যুব পার্টির সদস্য সচিব শাহিনুর আক্তার শিলা।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য দেন, কুড়িগ্রাম এবি পার্টি জেলা কমিটির আহবায়ক ডাঃ মোঃ নজরুল ইসলাম খাঁন। বিশেষ অতিথি হিসেবে কুড়িগ্রাম এবি পার্টির মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ হীরা বেগম, সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, যুগ্ম সদস্য সচিব মোঃ আলমগীর হোসেন, অর্থ সম্পাদক পনির আহমেদ, শ্রম বিষয়ক সম্পাদক আইয়ুব আলী, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় কমিটির নারী উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক শাহিনুর আক্তার শিলা বলেন, নারীদের জীবন সংগ্রামের। নারীরা ঘরে বসে থাকলে চলবে না। সমাজের উন্নয়নে, দেশের উন্নয়নে নারীদের রাজনীতিতে আসতে হবে।
তিনি আরও বলেন, আমার জীবনেও প্রতিকূলতা ও প্রতিবন্ধকতা ছিল। আমি সেসব প্রতিবন্ধকতাকে ডিঙিয়ে এবি পার্টিতে এসেছি। এবি পার্টি একটি আদর্শ রাজনৈতিক দল। দায় ও দরদের রাজনীতি করার জন্য নারীদের এবি পার্টিতে আসার আহবান জানান তিনি।