কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধ বিষয়ক সচেতনতা মুলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ফুলবাড়ী উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ সচেতনতা মুলক উঠান বৈঠকের আয়োজন করে।
এতে অংশ নেয় উপজেলার খামারীরা সহ সমাজ সেবকবৃন্দ। উঠান বৈঠকে গবাদি প্রাণীর লাম্পি স্কিন ডিজিজ (LSD) রোগের লক্ষন, প্রতিকার, চিকিৎসা ও প্রতিরোধে করণীয় নানা সচেতনতা মুলক বার্তা ও দিকনির্দেশনা দেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আরিফুল হক কনক সহ দপ্তরে কর্মরত অনান্যরা।
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান জানান, কুড়িগ্রামে গবাদি প্রাণীর লাম্পি স্কিন ডিজিজ এর প্রতিকার, চিকিৎসা ও প্রতিরোধে সর্বদা কাজ করে যাচ্ছে জেলা প্রাণী সম্পদ দপ্তর। লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধের টিকা আগামী অর্থবছরে সরকারিভাবে প্রয়োগ করা সম্ভব হবে আশা করা যাচ্ছে বলেও জানান তিনি।