September 18, 2025, 10:32 am

পলাশে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নাজমুল হাসান ( নরসিংদী )

নরসিংদীর পলাশ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও পলাশ থানা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুবক্কর সিদ্দিকী।

সভায় জানানো হয়, গত এক মাসে পলাশ থানা বিভিন্ন অভিযান পরিচালনা করে ২৪০ পিস ইয়াবা ও ২ কেজি ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এ সময় মোট ৯টি মাদক মামলা রুজু হয় এবং ১২ জন আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। এছাড়া একটি ধর্ষণ মামলায় গ্রেফতার ১ জন, অন্যান্য নিয়মিত মামলায় গ্রেফতার ১৩ জন, প্রিভেন্টিভ আইনের ২১ জন, জিআর পরোয়ানায় ৮ জন, সিআর পরোয়ানায় ১৩ জন, জিআর সাজায় ১ জন এবং সিআর সাজায় ৪ জনসহ সর্বমোট ৭৩ জন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাকীন মাশরুর খান, পলাশ থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন, পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহিদ, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মোঃ আলম মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও এনসিপি’র প্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এছাড়া উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ নানা শ্রেণী-পেশার মানুষ সভায় অংশ নেন।

সভায় বক্তারা আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে ওসি মোঃ মনির হোসেনের নিষ্ঠা ও সাফল্যের জন্য করতালির মাধ্যমে তাঁকে সম্মান জানানো হয়। আলোচনায় বক্তারা মাদক নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ ও সামাজিক অপরাধ দমনে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

সভাপতি ইউএনও মোঃ আবুবক্কর সিদ্দিকী বলেন, “জনসচেতনতা ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে পলাশ উপজেলাকে একটি সুন্দর ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব। প্রশাসন এ লক্ষ্যে সর্বদা কঠোর অবস্থানে থাকবে।”

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন