পাঁচবিবিতে বিএনপি নেতা ফয়সল আলীমের মোটর সাইকেল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জয়পুরহাট-১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ফয়সল আলীমের নেতৃত্বে বিশাল মোটর সাইকেল শোডাউন, পথসভা ও রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক জিয়া ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরন পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে পাঁচবিবি বাজার থেকে মোটরসাইকেল শোডাউনটি বের হয়ে উপজেলার বাগজানা ইউনিয়নের বাগজানা , আটাপাড়া, ধরঞ্জী ইউনিয়নের হাটখোলা বাজার, ধরঞ্জী বাজার, কোতোয়ালীবাগ ও রতনপুর স্কুল মাঠে বিশাল এক পথসভা অনুষ্ঠিত হওয়ার পর পাঁচবিবিতে এসে শেষ হয়।
পথ সভায় বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জয়পুরহাট ১ আসনের ধানের শীষের মনোয়ন প্রত্যাশী, জয়পুরহাটের কীর্তি সন্তান, জনাব ফয়সাল আলীম, এছাড়াও বক্তব্য রাখেন পাঁচবিবি থানা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, পাঁচবিবি থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বালিঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মাস্টার, পৌর বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আবুল খায়ের মোহাম্মদ স্বপন, পাঁচবিবি পৌর যুবদলের সাবেক সহ-সভাপতি হারুনুর রশিদ সজল সহ স্থানীয় নেতৃবৃন্দ।
ফয়সাল আলিম আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট চান এবং জিয়া পরিবারের জন্য দোয়া চান।