৩১ দফার লিফলেট বিতরণ করলেন বিএনপি নেতা ফয়সাল আলীম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের উদ্দেশে লিফলেট বিতরণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম।
বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত লিফলেট বিতরণ কর্মসূচি চলে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের হাটখোলা, ধরঞ্জিবাজার কোতোয়ালিবাগ বাজারে সর্বস্তরের মানুষের মাঝে।
ফয়সল আলিম বলেন, সংস্কারের নামে নির্বাচনকে পেছানো যাবে না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। ক্ষমতা ভোগ করার জন্য নির্বাচনকে পেছানোর পায়তারা করছে একটি দল। ১৫ দিনে দেশ স্বাধীন হয় না, বিগত ১৬ বছরের আন্দোলনে দেশ স্বাধীন হয়েছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
লিফলেট বিতরণ প্রোগ্রামে উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।