নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী রেলওয়ে স্টেশনে কমিউটার ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ জুলাই) সকালে জিনারদী, পাঁচদোনা ও শিলমান্দী ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধন আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, জিনারদী রেলস্টেশনটি এলাকাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন হাজারো মানুষ এই স্টেশন থেকে যাতায়াত করে থাকেন। কিন্তু দীর্ঘদিন ধরে কমিউটার ট্রেন এখানে যাত্রাবিরতি না দেওয়ায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত এই স্টেশনে কমিউটার ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন পলাশ উপজেলা যুবদলের সভাপতি নিছার আহমেদ খান, জিনারদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ খান, পাঁচদোনা ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ, জিনারদী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রাজু আহমেদ ও নাসির মাস্টার।
মানববন্ধনটি সঞ্চালনা করেন মনিরুজ্জামান ভূঁইয়া ইমন।
বক্তারা আরও জানান, আগামী দিনগুলোতে দাবি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হতে পারে।