নরসিংদীর রায়পুরা উপজেলায় ট্রেনে কাটা পড়ে উজ্জ্বল মিয়া (৩৩) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার (১৩ জুলাই) দুপুরে উপজেলার দৌলতকান্দী রেলস্টেশন–সংলগ্ন আউটার রেললাইন থেকে তাঁর মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
নিহত উজ্জ্বল মিয়া রায়পুরা উপজেলার পিরিজকান্দীর সাধুনগর এলাকার বাসিন্দা। তিনি মো. মাস্তো মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে উজ্জ্বল রেললাইন ধরে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বিরতিহীন আন্তনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ট্রেনটি একাধিকবার হুইসেল দিলেও উজ্জ্বল সাড়া দেননি। ধারণা করা হচ্ছে, তিনি শুনতে পাচ্ছিলেন না। একপর্যায়ে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মরদেহটি ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে পড়ে।
পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উজ্জ্বলের ছোট ভাই রাকিব মিয়া ঘটনাস্থলে গিয়ে গায়ের কাপড় দেখে মরদেহ শনাক্ত করেন।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জহুরুল ইসলাম জানান, নিহত উজ্জ্বল মিয়া সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।