July 13, 2025, 3:15 pm
শিরোনামঃ
নরসিংদীর পলাশে ৫১ পিস ইয়াবাসহ ‘মাদক সম্রাট’ টিটু গ্রেপ্তার পাংশায় ষড়যন্ত্রমূলক মামলা থেকে নিঃশর্ত মুক্তির দাবিতে সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ বাগমারায় কে বা কাহারা বৈদ্যুতিক মিটার চুরি করছে নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু জিনারদী রেলস্টেশনে কমিউটার ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন জবিতে শিক্ষকের উপর ছাত্রদলের হামলার প্রতিবাদে উত্তাল ক্যাম্পাস জয়পুরহাটে নির্মাণাধীন ভবন থেকে পড়ে  এক শ্রমিকের মৃত্যু বিএনপির কেন্দ্রীয় কার্যলয়ে সামনে ককটেল বিস্ফোরণের পিতৃহারা এক শিশুর চাহনি—সমাজ কি তার প্রশ্নের উত্তর দেবে? আলোকপ্রভা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার বিতরণ

পাংশায় ষড়যন্ত্রমূলক মামলা থেকে নিঃশর্ত মুক্তির দাবিতে সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি।
পাংশায় ষড়যন্ত্রমূলক মামলা থেকে নিঃশর্ত মুক্তির দাবিতে সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ

রাজবাড়ীর পাংশায় ষড়যন্ত্র মূলক ও মিথ্যা মামলা থেকে নিঃশর্ত মুক্তি দাবিতে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩জুলাই) বিকাল ৫ টায় ভুক্তভোগীর বাবুল সরদারের পরিবার বর্গের আয়োজনে শহরের আব্দুল মালেক প্লাজায় পাংশা প্রেসক্লাবে এ সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বাবুল সরদারের পরিবারের পক্ষ থেকে তার ভাই মো. মনোয়ার হোসেন পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১২ জুলাই, ২০২৫ খ্রি. রাত ৩টার সময় যৌথ বাহিনী ও কতিপয় মুখোশধারী কিছু লোক আমাদের বাড়িতে ঢুকে আমাদের নিরপরাধ ভাই “বাবুল সরদার” কে ডেকে ওঠায় এবং তারা আমাদের বাড়ির দরজার তালা ভাংচুর করে সমস্ত বাড়ি তল্লাসি করে। যখন তারা বুঝতে পারে বাড়িতে সিসি ক্যামেরা আছে, তখন সিসি ক্যামেরা তার ছিড়ে ফেলে এবং ডিভিআর মেশিন নিয়ে নেয়। এর পর বাহিরে থেকে নিয়ে আসা অবৈধ অস্ত্র বাড়িতে পাওয়া যায় বলে তারা দাবি করতে থাকে এবং পরবর্তীতে আমার খেটে খাওয়া ভাই সাধারণ কৃষক বাবুল সরদারকে গ্রেফতার করে চালান করে। এই সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট মামলা থেকে আমাদের ভাই বাবুল সরদারের নিঃশর্ত মুক্তি চাই ।

এসময় বাবুল সরদারের মেয়ে ফারহা প্রভা বলেন, আমার বাবাকে যড়যন্ত্রমূলক ভাবে মিথ্যা অপবাদে গ্রেফতার করা হয়েছে। আমি আমার বাবার নিঃশর্ত মুক্তিসহ এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর সাথে জড়িতদের বিচার চাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাবুল সরদারে ভাই মো. ফিরোজ উদ্দিন, মো. মনোয়ার হোসেন, ভগ্নিপতি মো. আ: করিম, মেয়ে ফারহা প্রভা, ভাস্তি ফারহানা আক্তার ইভা, ভাতিজা নির্জন আহমেদ পাপ্পু।

উল্লেখ্য, গত শুক্রবার দিবাগত রাতে সেনাবাহিনীর নেতৃত্বে পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের সুবর্ণখোলা এলাকায় অভিযান চালিয়ে বাবুল সরদারকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। বাবুল সরদার সুবর্ণখোলা গ্রামের মৃত নাজিমুদ্দিন সরদারের ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেইজবুকে আমাদের সাথেই থাকুন