August 30, 2025, 10:33 am
শিরোনামঃ
নুরের চিকিৎসায় ৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন  নরসিংদীতে টনসিল অপারেশনে শিশুর মৃত্যু, দুই চিকিৎসক হেফাজতে রাজবাড়ীতে সাপে কেটে এক কৃষকের মৃ’ত্যু যাত্রাপুরে কবরস্থানের পাশে ড্রেজার ও পাইপ অপসারণ হাসনাত-সারজিসকে আলটিমেটাম, এনসিপিকে বর্জনের হুঁশিয়ারি পাঁচবিবিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা আহ্বায়ক কমিটি গঠন, ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪৩২ জন হাসপাতালে ভর্তি কুড়িগ্রামে কলেজ মাঠ অক্ষত রেখে নতুন ভবন নির্মাণের দাবিতে শিক্ষার্থী ও জনগনের মানববন্ধন বাক প্রতিবন্ধী হয়েও জীবনের জয়যাত্রা: পলাশের মাসুম এখন অনুপ্রেরণার প্রতীক বিশেষ সিন্ডিকেটে জকসু নীতিমালার অনুমোদন, সম্পূরক বৃত্তিতে নেই কোন অগ্রগতি

গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজবাড়ী জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল হয়েছে।

নয়া বাংলাদেশ ডেস্ক
দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাজবাড়ী জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল..

গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা
এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজবাড়ী জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে শহরের মহিলা কলেজের সামনে থেকে প্রতিবাদ মিছিল বের হয়। রাজবাড়ী প্রেস ক্লাব ও শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বকুলতলা গিয়ে শেষ হয়।
এসময় জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক ওমর ফারুক, জেলা ছাত্রদলের বার বার কারানির্যাতিত ছাত্রনেতা মোঃ সজীব রাজা, যুগ্ম আহ্বায়ক রবিন মন্ডল,দেলোয়ার হোসেন,
গোয়ালন্দ উপজেলা ছাত্রদল নেতা নূর ইসলাম, পাংশা উপজেলার কারানির্যাতিত ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম রাকিব,
পাংশা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, পাংশা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হৃদয় হোসেন,
কালুখালি উপজেলা ছাত্রদল নেতা হাসানুজ্জামান তারা,রাশেদুল ইসলাম সাগর,বালিয়াকান্দি উপজেলা ছাত্রদল নেতা সবুজ মাহমুদ,
আরেফিন শোভন,রাজবাড়ী পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সামি সহ  জেলা ও উপজেলাসহ বিভিন্ন স্কুল-কলেজ শাখার শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা ছাত্রদলের , সিনিয়র যুগ্ন আহ্বায়ক ওমর ফারুক বলেন  ছাত্র-সমাজকে লক্ষ্য করে দেশে ষড়যন্ত্র চলছে। আর সব ষড়যন্ত্র প্রতিহত করতেই ছাত্রদল আজকে রাজপথে নেমেছে।
নিরীহ ছাত্রদের দিয়ে দেশজুড়ে মব সৃষ্টি করে পবিত্র শিক্ষাঙ্গনকে অস্থির করে তোলা হচ্ছে। আমরা চাই অবিলম্বে দেশব্যাপী অস্থিরতা সৃষ্টিকারী গোপনচক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।
ছাত্রদলের পক্ষ থেকে জোর দাবি জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন