July 19, 2025, 2:28 pm
শিরোনামঃ
বাংলাদেশে আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে: জামায়াত আমির নরসিংদীতে সাংবাদিকের উপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা বক্তব্য দিতে গিয়ে দু’দফায় পড়ে গেলেন জামায়াত আমির, বসেই বক্তৃতা ছেলের সড়ক দুর্ঘটনার খবর শুনে মারা গেলেন মা জামায়াতের সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি : সালাহউদ্দিন নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে : নুর কুড়িগ্রামের জুলাই-আগস্ট শহীদ স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে পলাশে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি ২৫ উপজেলায় পূরণ হয়নি ২০০ ভোটারের শর্ত কাশিয়ানীতে আ.লীগ-ছাত্রলীগের ৩৭৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কাশিয়ানীতে আ.লীগ-ছাত্রলীগের ৩৭৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নয়া বাংলাদেশ ডেস্ক

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থল ও গাড়িবহরে হামলার ঘটনায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৩৭৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় কাশিয়ানী থানার এসআই নুর আলম মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এ মামলায় ৭৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

উল্লেখযোগ্য আসামিরা হলেন- ঢাকা মহানগর (উত্তর) মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি লেবু মোল্যা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সম্পাদক শরাফত হোসেন লাভলু, উপজেলা যুবলীগের সভাপতি কাজী নুরুল আমিন তুহিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা, সাধারণ সম্পাদক মাসুম শেখ, মহেশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লুৎফর রহমান লুথু, কাশিয়ানী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ আলী খোকন, সাবেক ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান খান, সিংগা ইউপি চেয়ারম্যান রথীন্দ্রনাথ বিশ্বাস, সাবেক চেয়ারম্যান প্রণব সরকার, পারুলিয়া সাবেক ইউপি চেয়ারম্যান মোকিমুল ইসলাম মকিমসহ অনেকে।

মামলার এজাহারে বলা হয়েছে, ১৬ জুলাই এনসিপির কর্মসূচি বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাশিয়ানী উপজেলার মাজড়ায় মহাসড়কের উপর গাছ কেটে ফেলে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে। এছাড়া ধারালো দা, করাত, লাঠিসোঁটা এবং দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে থাকে। এতে জনমনে ভীতির সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অবরোধকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন