অভিযুক্তরা হলেন- ঘারিন্দা রেলস্টেশন সংলগ্ন এলাকার সজিব, দুলাল ও রুপু ওরফে নুপুর। গ্রেপ্তারকৃতদের মধ্যে নুপুর একজন সিএনজি চালক। ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে। ঘটনায় জড়িতদের শাস্তির দাবি স্থানীয়দের।
গতকাল শুক্রবার (২৬ জুলাই) রাতে ওই নারী যাত্রী ঢাকা থেকে ব্রাহ্মনবাড়িয়াগামী ট্রেনে না উঠে ভুলক্রমে উত্তরবঙ্গগামী চিত্রা এক্সপ্রেসে উঠে পড়ে। পরে টাঙ্গাইল আসার পর ট্রেনের যাত্রীদের কাছে জানতে পারেন তিনি ভুল ট্রেনে উঠেছেন। পরে টাঙ্গাইলের ঘারিন্দা স্টেশনে রাত সাড়ে ১০টার দিকে নেমে পড়েন। এ সময় স্টেশনে থাকা পুলিশের কাছে ঢাকা যাওয়ার বিষয়ে জানার পর পুলিশ তাকে আরেক জনের সহযোগিতায় ঢাকার একটি ট্রেনে উঠিয়ে দিলে ওই তিন যুবক ওই মেয়েটিকে কৌশলে ট্রেন থেকে নামিয়ে স্টেশন সংলগ্ন একটি বাগানে নিয়ে ধর্ষণ করে। এরপর নুপুরের বাড়িতে নিয়ে দ্বিতীয়বার ধর্ষণ করা হয়। ঘটনার পর শনিবার সকালে ওই নারী ঘারিন্দা রেলস্টেশনে গিয়ে পুলিশকে ঘটনাটি খুলে বলে। পরে রেলওয়ে পুলিশ অভিযুক্ত তিনজনকে আটক করে। এই ঘটনায় ভুক্তভোগী নারী টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেছেন।
এ ঘটনার পর ওই যুবতি ভোরের দিকে রেলস্টেশনে গিয়ে পুলিশকে ধর্ষণের বিষয়টি অবগত করেন। পুলিশ তাকে উদ্ধার করে টাঙ্গাইল থানায় অবগত করে। পুলিশ অভিযান চালিয়ে সকালের দিকে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে। ওই নারী বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।