জুতার ভেতর ৪০০ ইয়াবা! বেলাবতে নারী মাদক কারবারি আটক
নরসিংদীর বেলাব উপজেলায় লেডিস স্যান্ডেলের ভেতরে লুকানো চার শত পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ।
আটক নারী হলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার কাশিমপুর গ্রামের মৃত আবুল কাসেমের স্ত্রী জুলেখা (৫০)।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ জুলাই (শুক্রবার) দুপুরে উপপরিদর্শক মো. সাইফুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল বেলাব থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বারৈচা বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানকালে সেখানকার একটি চায়ের দোকান থেকে সন্দেহভাজন নারী জুলেখাকে আটক করা হয়।
পরে তল্লাশি চালিয়ে তার পরিহিত লেডিস স্যান্ডেলের ভেতর কৌশলে লুকানো অবস্থায় ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, জুলেখা দীর্ঘদিন ধরে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।