August 9, 2025, 10:43 pm
শিরোনামঃ
ছাত্রদলের কমিটি দিয়ে ছাত্রলীগকে পুনর্বাসনের অভিযোগ শিবির সেক্রেটারি জেনারেলের গাজিপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পলাশে মানববন্ধন জয়পুরহাট চিনিকলে বিজয় মিছিল ও সংবর্ধনা অনুষ্ঠিত নরসিংদীতে অস্ত্র প্রশিক্ষণের অভিযোগ ভিত্তিহীন দাবি অবসরপ্রাপ্ত দুই সেনা সদস্যের ব্যবসায়ীকে গাড়ি থেকে নামিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা বৃত্তি পরীক্ষা নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে কুড়িগ্রামে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান স্কুলের কমিটি গঠন নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ; আহত ১৫ জবির বাস সংকট ও নষ্ট বাসের ভোগান্তির শেষ কোথায় পঞ্চগড়ে ছাত্রদল কর্মীর ছুরিকাঘাতে আরেক ছাত্রদল কর্মীর মৃত্যু

জবির বাস সংকট ও নষ্ট বাসের ভোগান্তির শেষ কোথায়

জবি প্রতিনিধি: মো: নাজিব তালুকদার

বাস সংকট এবং নষ্ট বাস নিয়ে বিপাক এবং ভোগান্তির শিকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ।
রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় যার একটি মাত্র হল রয়েছে মেয়েদের জন্য । যার ফলে অধিকাংশ শিক্ষার্থী না চাইতেও যাতায়াতের জন্য বেছে নেয় ক্যাম্পাসের বাস । কিন্তু বাসে শিক্ষার্থীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ ।বিভিন্ন রুটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩১ টি বাস চালু থাকলেও অনেক বাসেই নেই যাতায়াতের মতো অবস্থা ।

আজ জবি থেকে সাভারের উদ্দেশ্যে ছেড়ে আসা বংশী বাস পুরান ঢাকার তাতিবাজার এলাকায় নষ্ট হয়ে যায় , যার ফলে তীব্র জ্যাম সৃষ্টি হয় এবং শিক্ষার্থীরা বাস ঠেলে পরবর্তীতে স্টার্ট করে । বংশী বাসে যাতায়াতকারি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায় – বংশী বাসটি প্রায় সময় এমন সমস্যা করছে , এতে নষ্ট হচ্ছে তাদের মূল্যবান সময়। শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে এর আগেও একটি বাস পরিবর্তন করে দেয়া হয়, কিন্তু এই নতুন বাসটি আগের মতোই ত্রুটিপূর্ণ ।
বাসের বিষয়ে বিআরটিসি কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করে শিক্ষার্থীরা

শিক্ষার্থীরা জবি পরিবহন অফিসে যোগাযোগ করলে পরিবহন পরিচালক তারেক বিন আতিক স্যার বলেন- এই বিষয়ে পরিবহন অফিস অবগত আছেন , তারা ইতমধ্যে বিআরটিসি কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন এই বিষয়ে , ১ সপ্তাহের মধ্যে সকল বাস ঠিক হবে বলে আশস্ত করেন ।

এছাড়াও জবির দুর্জয় বাসে শিক্ষার্থীদের অধিকচাপ রয়েছে বলে অভিযোগ টেকনিক্যাল-ধানমন্ডি ১৫- জবি রুটের ছাত্রছাত্রীদের । এই অধিকচাপ সামাল দিতে অন্য রুটের বাস দেয়া হয় এই রুটে , যার ফলে এক বিশৃঙ্খলার সৃষ্টি হয় ।
শিক্ষার্থীরা জানান বিশেষ করে বিআরটিসি থেকে ভাড়া নেয়া দোতলা বাস গুলো – দুর্জয় , বংশী , উল্কা ১, স্বপ্নচূড়া, অনির্বাণ ১, উত্তরণ ১ , এই বাস গুলোর শোচনীয় অবস্থা , বাস গুলোতে যাতায়েতকারী শিক্ষার্থীরা চরম দুর্ভোগের শিকার ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন