বাস সংকট এবং নষ্ট বাস নিয়ে বিপাক এবং ভোগান্তির শিকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ।
রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় যার একটি মাত্র হল রয়েছে মেয়েদের জন্য । যার ফলে অধিকাংশ শিক্ষার্থী না চাইতেও যাতায়াতের জন্য বেছে নেয় ক্যাম্পাসের বাস । কিন্তু বাসে শিক্ষার্থীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ ।বিভিন্ন রুটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩১ টি বাস চালু থাকলেও অনেক বাসেই নেই যাতায়াতের মতো অবস্থা ।
আজ জবি থেকে সাভারের উদ্দেশ্যে ছেড়ে আসা বংশী বাস পুরান ঢাকার তাতিবাজার এলাকায় নষ্ট হয়ে যায় , যার ফলে তীব্র জ্যাম সৃষ্টি হয় এবং শিক্ষার্থীরা বাস ঠেলে পরবর্তীতে স্টার্ট করে । বংশী বাসে যাতায়াতকারি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায় – বংশী বাসটি প্রায় সময় এমন সমস্যা করছে , এতে নষ্ট হচ্ছে তাদের মূল্যবান সময়। শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে এর আগেও একটি বাস পরিবর্তন করে দেয়া হয়, কিন্তু এই নতুন বাসটি আগের মতোই ত্রুটিপূর্ণ ।
বাসের বিষয়ে বিআরটিসি কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করে শিক্ষার্থীরা
শিক্ষার্থীরা জবি পরিবহন অফিসে যোগাযোগ করলে পরিবহন পরিচালক তারেক বিন আতিক স্যার বলেন- এই বিষয়ে পরিবহন অফিস অবগত আছেন , তারা ইতমধ্যে বিআরটিসি কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন এই বিষয়ে , ১ সপ্তাহের মধ্যে সকল বাস ঠিক হবে বলে আশস্ত করেন ।
এছাড়াও জবির দুর্জয় বাসে শিক্ষার্থীদের অধিকচাপ রয়েছে বলে অভিযোগ টেকনিক্যাল-ধানমন্ডি ১৫- জবি রুটের ছাত্রছাত্রীদের । এই অধিকচাপ সামাল দিতে অন্য রুটের বাস দেয়া হয় এই রুটে , যার ফলে এক বিশৃঙ্খলার সৃষ্টি হয় ।
শিক্ষার্থীরা জানান বিশেষ করে বিআরটিসি থেকে ভাড়া নেয়া দোতলা বাস গুলো – দুর্জয় , বংশী , উল্কা ১, স্বপ্নচূড়া, অনির্বাণ ১, উত্তরণ ১ , এই বাস গুলোর শোচনীয় অবস্থা , বাস গুলোতে যাতায়েতকারী শিক্ষার্থীরা চরম দুর্ভোগের শিকার ।