গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত বিচারের দাবিতে নরসিংদীর পলাশে মানববন্ধন করেছে কর্মরত সাংবাদিকরা। শনিবার (৯ আগস্ট) সকালে পলাশ উপজেলা প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রকাশ্য দিবালোকে একজন সাংবাদিককে হত্যার ঘটনা দেশের সাংবাদিক সমাজকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ইতিমধ্যে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিকে দ্রুত আইনের আওতায় আনা এবং নেপথ্যের হোতাদের গ্রেপ্তারের দাবি জানান তারা।
এসময় নরসিংদীসহ সারাদেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। বক্তারা সাংবাদিক সুরক্ষা আইনের যথাযথ বাস্তবায়নেরও দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. হাজী জাহিদ, সাধারণ সম্পাদক নূরে-আলম রনি, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর কবির, যুগ্ম সম্পাদক আল আমিন মিয়াসহ অন্যান্য সাংবাদিকরা।