August 10, 2025, 8:01 pm
শিরোনামঃ
নরসিংদীতে ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল থেকে নবজাতক চুরি,স্বজনদের অভিযোগ গাফিলতির জয়পুরহাটে চলন্ত ট্রেনের ছাদ থেকে যাত্রীকে ফেলে দিল ছিনতাইকারীরা সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পাংশায় মানববন্ধন দেশে ডেঙ্গু আক্রান্তে মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়াল সাংবাদিক তুহিন হত্যাসহ সারাদেশে সাংবাদিক নিপীড়ণের বিচারের দাবিতে ঝিনাইদহে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল ও বিক্ষোভ বাখরাবাদ বাজারের সিএনজি স্টেশন সহ সড়কের দুই পাশের জায়গা লিজ দেয়ার অপচেষ্টা, প্রতিবাদে পরিবহন শ্রমিক, ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাজশাহীতে খেলার মাঠে মার্কেট নির্মাণ সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পাংশায় শোক র‍্যালি ও মানববন্ধন ছাত্রদলের কমিটি দিয়ে ছাত্রলীগকে পুনর্বাসনের অভিযোগ শিবির সেক্রেটারি জেনারেলের গাজিপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পলাশে মানববন্ধন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পাংশায় শোক র‍্যালি ও মানববন্ধন

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি॥

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পাংশায় শোক র‍্যালি ও মানববন্ধন

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি॥
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসি এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাজবাড়ীর পাংশায় শোক র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) সকাল ১১টায় পাংশা প্রেসক্লাবের আয়োজনে শোক র‍্যালিটি পৌর শহরের আ: মালেক প্লাজা থেকে শুরু হয়ে পাংশা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মালেক প্লাজার সামনে গিয়ে শেষ হয়। এসময় মুখে কালো কাপড় বেঁধে শোক র‍্যালিতে অংশগ্রহণ করেন স্থানীয় ও জেলার সাংবাদিকরা। পরে সেখানে অনুষ্ঠিত মানববন্ধনে সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়।
সাংবাদিক রতন মাহমুদের সঞ্চালনায় পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক এম.এ জিন্নাহ’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সদস্য সচিব মোহাম্মদ জাকির হোসেন সরদার, সিনিয়র সাংবাদিক কাজী সেলিম মাবুদ, সাংবাদিক মাসুদ রেজা শিশির, প্রেসক্লাবের যুগ্ম-আহ্বায়ক মোঃ শামীম হোসেন, এস,কে পাল সমীর, নিউজ২৪ এর জেলা প্রতিনিধি মিঠুন গোস্বামী, সাকী মাহবুব, আল-আমিন হোসেন, কালুখালীর সাংবাদিক রাকিবুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক হলো জাতির বিবেক। গাজীপুরে সেই বিবেক জবাই হয়ে গেছে। আপনারা জানেন ফ্যাসিস্ট সরকার বিদায়ের আন্দোলনে এই সাংবাদিকেরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সারাদেশে
একের পর এক সাংবাদিক হত্যা ও হামলার ঘটনা দেশের গণতন্ত্র ও মুক্ত গণমাধ্যমের জন্য বড় হুমকি। তুহিন হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে এ ধরনের ঘটনা আরও বাড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন