August 10, 2025, 5:51 pm
শিরোনামঃ
নরসিংদীতে ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল থেকে নবজাতক চুরি,স্বজনদের অভিযোগ গাফিলতির জয়পুরহাটে চলন্ত ট্রেনের ছাদ থেকে যাত্রীকে ফেলে দিল ছিনতাইকারীরা সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পাংশায় মানববন্ধন দেশে ডেঙ্গু আক্রান্তে মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়াল সাংবাদিক তুহিন হত্যাসহ সারাদেশে সাংবাদিক নিপীড়ণের বিচারের দাবিতে ঝিনাইদহে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল ও বিক্ষোভ বাখরাবাদ বাজারের সিএনজি স্টেশন সহ সড়কের দুই পাশের জায়গা লিজ দেয়ার অপচেষ্টা, প্রতিবাদে পরিবহন শ্রমিক, ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাজশাহীতে খেলার মাঠে মার্কেট নির্মাণ সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পাংশায় শোক র‍্যালি ও মানববন্ধন ছাত্রদলের কমিটি দিয়ে ছাত্রলীগকে পুনর্বাসনের অভিযোগ শিবির সেক্রেটারি জেনারেলের গাজিপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পলাশে মানববন্ধন

বাখরাবাদ বাজারের সিএনজি স্টেশন সহ সড়কের দুই পাশের জায়গা লিজ দেয়ার অপচেষ্টা, প্রতিবাদে পরিবহন শ্রমিক, ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মোঃ অনিক হাসান , মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

বাখরাবাদ বাজারের সিএনজি স্টেশন সহ সড়কের দুই পাশের জায়গা লিজ দেয়ার অপচেষ্টা,
প্রতিবাদে পরিবহন শ্রমিক, ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মোঃ অনিক হাসান , মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাখরাবাদ গ্যাস ক্ষেত্র সংলগ্ন সিএনজি অটোরিকশা স্টেশন এবং বাজারের কিছু অংশ লিজ দেয়ার অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ী, হকার ও পরিবহন শ্রমিকরা।
শনিবার বিকেলে মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কের বাখরাবাদ বাজারে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়।
মানববন্ধন শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বাখরাবাদ বাজারের সিএনজি অটোরিকশা স্টেশন ও সড়কের দুই পাশের খালি জায়গা গুলোতে দরিদ্র মানুষরা হকারী ব্যবসা করে তাদের সংসার চালায়, বিনিময়ে কাউকে কোন টাকা দিতে হয় না। কিন্তু বর্তমানে পতিত ফ্যাসিস্ট সরকারের কিছু দোসরের প্ররোচনায় গরীব মানুষের রুটিরুজির এই জায়গাটাকে লিজ দেয়ার অপচেষ্টা করছে বাখরাবাদ গ্যাস স্টেশন কতৃপক্ষ। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই ৫ই আগস্ট স্বৈরাচার সরকারের পতন হওয়ার পরে সারাদেশে চাঁদাবাজি বন্ধ হয়েছে। এই বাখরাবাদ বাজারে যারা লিজের নামে চাঁদাবাজির পথ তৈরী করতে চাচ্ছেন তাদেরকে জনগণের স্বার্থে প্রতিহত করা হবে। বাখরাবাদ কতৃপক্ষ গ্যাসের পাইপের জন্য ঝুঁকি দাবি করে দোকান গুলো উচ্ছেদ করেছে, তাহলে এখন আবার কিভাবে লিজ দেয়ার অপচেষ্টা করছে, মনে রাখবেন এর পরিনাম ভাল হবে না।

এসময় বক্তব্য রাখেন, ব্যবসায়ী মোস্তফা কামাল, ওমর ফারুক, আবদুল আলীম, জহিরুল ইসলাম, মোসাব্বের হোসেন, সাব্বির হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, রুপ মিয়া, বাহাদুর, রাশেদ মিয়া, সফিকুল ইসলাম, ফাহিম আশরাফ, রোমান, নেয়ামুল হাসানসহ কয়েক শতাধিক ব্যবসায়ী, হকার ও পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন