August 12, 2025, 4:02 pm
শিরোনামঃ

পলাশে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি, আলোচনা ও যুব ঋণ বিতরণ

নাজমুল হাসান ( নরসিংদী) 

পলাশে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি, আলোচনা ও যুব ঋণ বিতরণ

 

নাজমুল হাসান ( নরসিংদী) 

 

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে নরসিংদীর পলাশে নানা আয়োজন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মসূচিতে যুব র‍্যালি, আলোচনা সভা, প্রশিক্ষণ সনদপত্র প্রদান এবং যুব ঋণের চেক বিতরণ করা হয়।

 

এ বছরের প্রতিপাদ্য ছিল— “কর্মই জীবন: প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুবক্কর সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুব সমাজের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তি ও দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণরা নিজেদের কর্মজীবনে আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারবে।

 

আলোচনা শেষে নির্বাচিত যুবকদের হাতে প্রশিক্ষণ সনদপত্র এবং যুব ঋণের চেক প্রদান করেন অতিথিরা।

 

অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল উপজেলা প্রশাসন এবং উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর, পলাশ-এর সহযোগিতায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন